এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > কারণে রোগী বহনে অ্যাম্বুলেন্স অমিল? এবার সাংসদ-বিধায়ক কোটায় বড়সড় সিদ্ধান্ত, জানুন বিস্তারিত

কারণে রোগী বহনে অ্যাম্বুলেন্স অমিল? এবার সাংসদ-বিধায়ক কোটায় বড়সড় সিদ্ধান্ত, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের মধ্যে অন্যান্য রোগীদের চিকিৎসা কার্যত শিকেয় উঠেছে বলে নানা জায়গায় অভিযোগ উঠতে শুরু করেছে। অনেক জায়গাতেই সংকটজনক অবস্থায় থাকা রোগীদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া জরুরী হয়ে পড়লেও, সেই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। যাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠতে শুরু করেছে। জানা গেছে, করোনা সংক্রমনের ভয়ে অনেকেই অ্যাম্বুলেন্সে রোগী বহন করতে চাইছেন না। তবে যদিও বা সেই অ্যাম্বুলেন্স পাওয়া যায়, তবে বেশি টাকা দিয়ে রোগীর পরিজনদের তা ভাড়া করতে হচ্ছে।

তাই এমতাবস্থায় সাধারণ মানুষরা চরম সমস্যায় পড়েছে। তাই এবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিধায়ক এবং সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স গুলোকে কাজে লাগাতে চাইছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অ্যাম্বুলেন্সের ঘাটতিতে যাতে অন্যান্য রোগীদের সংকটজনক পরিস্থিতি না হয় এবং কেউ অসুবিধায় না পড়েন, তার জন্যই জেলা প্রশাসনের এই উদ্যোগ বলে মনে করছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এই পূর্ব বর্ধমান জেলায় বিধায়ক এবং সাংসদ তহবিলের টাকায় মোট 143 অ্যাম্বুলেন্স কেনা রয়েছে। যার মধ্যে 105 টি অ্যাম্বুলেন্স রোগী বহন করে। তবে বাকি অ্যাম্বুলেন্সগুলো ব্যবহৃত অবস্থায় নেই। তাই সেগুলো সচল করতে এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বেশি পরিমাণে অ্যাম্বুলেন্স নামিয়ে সংকটজনক রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলেই মনে করছেন সকলে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সত্যিই অ্যাম্বুলেন্স সংকট চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাই সাংসদ এবং বিধায়কের তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স গুলোকে যদি মানুষের স্বার্থে ব্যবহার করা যায়, তাহলে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হন। সেদিক থেকে জনপ্রতিনিধিদের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, ঠিক তেমনই জেলা প্রশাসনের এই উদ্যোগ জেলাবাসীকে অনেকটাই স্বস্তি দেবে। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্স সংকট মেটানোর উদ্যোগ কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!