এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “রক্তের হোলি খেলতে বাধ্য হবে বিজেপি” নির্বাচনের মুখে এ কোন সুর সুকান্তর গলায়!

“রক্তের হোলি খেলতে বাধ্য হবে বিজেপি” নির্বাচনের মুখে এ কোন সুর সুকান্তর গলায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনের আগে দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে । এমনকি অনেক জায়গায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয়, তাহলে সেই পথে বিজেপিও নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর ভোটের মুখে সুকান্তবাবুর এই বক্তব্য নিয়ে নানা মহলে শুরু হয়েছে চর্চা।

অনেকে বলছেন, শাসকদলের উদ্দেশ্যেই এই বার্তা দিয়ে তাদের সমঝে দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি। আবার একাংশের মতে, ভোটের মুখে একজন রাজনৈতিক দলের নেতার মুখে এই ধরনের কথা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে।প্রসঙ্গত,  সবংয়ে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো সোচ্চার হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ” সবংয়ে আমাদের একজন কর্মীকে ঝুলন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। আমরাও বলছি, এভাবে যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয়, তাহলে আমরাও সেই খেলায় নামতে বাধ্য হব। তখন বিজেপির বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না।”

অনেকে বলছেন, একের পর এক দলীয় কর্মীর প্রাণ যাবে, আর দলের রাজ্য সভাপতি হিসেবে তার চুপ থাকা হয়তো সত্যিই মেনে নেওয়া যায় না। তাই নিজের দলের একের পর এক কর্মী যখন খুন হচ্ছেন, তখন এই ধরনের কথা রাজ্য সভাপতি হিসেবে বলতে বাধ্য হয়েছেন এই বিশিষ্ট অধ্যাপক। কতদিন আর এই করুণ দৃশ্য হজম করবেন তিনি! সেই কারণেই সন্ত্রাসের জবাব যে সেই পরিভাষাতেই উত্তর হিসেবে দিতে হবে, শাসক দলকে সেই বার্তা দিয়ে সমঝে যাওয়ার কথা বোঝাতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে নির্বাচনের মুখে এই ধরনের কথা কোনো রাজনৈতিক দলের নেতার মুখে শোভা পায় না বলেই দাবি তৃণমূলের ঘনিষ্ঠ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!