শিলিগুড়ি পুরসভা দখলে এবার ‘বিশেষ’ পরিকল্পনায় শাসকদল বিশেষ খবর রাজ্য December 22, 2017 শাসকদল তৃণমূল কংগ্রেসের এবার লক্ষ্য অশোক ভট্টাচার্যের ‘গড়’ শিলিগুড়ি পুরসভা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামীদিনে রোজই শাসকদলের তরফ থেকে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে মিছিল হবে এবং সে পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবারই পুরসভার ১ নম্বর ওয়ার্ডে মেয়র অশোক ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল করে তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। পুরসভা মুভমেন্ট কমিটির আহ্বায়ক কৃষ্ণ পাল বলেন, মেয়র অশোক ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার ৪৭ টি ওয়ার্ডে মিছিল শেষ হওয়ার পর ঘেরাও বিক্ষোভ করবে তৃণমূল ছাত্র, যুব, মহিলা এবং তৃণমূলের শ্রমিক সংগঠন। এরপর কেন্দ্রীয় ভাবে বাঘাযতীন পার্কে বিক্ষোভ সমাবেশ হবে, টানা দেড় মাস ধরে এই আন্দোলন চলবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বকলমে আন্দোলন-বিক্ষোভে অশোক ভট্টাচার্য তথা বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পুরসভার ব্যর্থতা তুলে ধরে তাঁদের নাভিশ্বাস তুলে দিতে চায় শাসকদল। আর তাই এই বিরাট আন্দোলনের পর শিলিগুড়ি পুরসভায় কি পরিবর্তন আসে তা দেখার জন্য আগ্রহী রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -