সবং উপনির্বাচন ফলাফল: দ্বাদশ রাউন্ডের শেষে কি হল? বিশেষ খবর রাজ্য December 24, 2017 মোট ১৬ রাউন্ডের গণনা হবে দ্বাদশ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ৪৫,৮১৯ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৮১,১৮৯ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ৩৫,৩৭০ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ২৭,০৩২ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ১৪,০০০ একাদশ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ৪০,৪৬৭ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৭৩,৬৩৬ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ৩৩,১৬৯ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ২৬,৬৭২ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ১৩,৭৪৪ দশম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ৩৩,৬৪৯ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৬৪,৬৬২ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ৩১,০১৩ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ২৩,৬৬২ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ১৩,৩৫৫ নবম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ২৪,৬৯১ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৫৪,৭১৪ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ৩০,০২৩ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ২১,৬২৯ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ১২,৭৫১ অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ১৯,৩৮৩ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৪৬,৮৫৩ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ২৭,৪৫২ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ১৯,৫৯০ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ১১,৯৫৪ সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ১৮,০৯৯ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৪১,০২৮ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ২২,৯২৯ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ১৭,৩৭৭ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ১০,৭৪৫ ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ১৬,৩৯৮ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৩৫,৫৪১ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ১৯,১৪৩ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ১৫,১৩৭ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ৮,৮১৭ পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ১৪,৪৭১ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৩০,১৪২ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ১৫,৬৭১ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ১২,৮৭৭ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, প্রাপ্ত ভোট ৭,১৭৭ চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া এগিয়ে দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ৬,৭৭৮ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ১৬,৮৭৩ দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ১০,০৯৫ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ৮,২৯১ চতুর্থ স্থানে কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ৩৭৮৬ ভোটে এগিয়ে, ১০,৮৩১ টি ভোট পেয়েছেন তিনি দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল, প্রাপ্ত ভোট ৭,০৪৫ তৃতীয় স্থানে বিজেপির অন্তরা ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ৫,৮৮২ প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া ২৬০০ ভোটে এগিয়ে দ্বিতীয়স্থানে সিপিআইএমের রীতা জানা মন্ডল আপনার মতামত জানান -