এখন পড়ছেন
হোম > রাজ্য > সবংয়ে কেরোসিন ডিলারের দোকান এবং বাড়িতে ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের দিকে

সবংয়ে কেরোসিন ডিলারের দোকান এবং বাড়িতে ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের দিকে

তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ায় সোমবার সকলে কেরোসিন ডিলারের দোকান এবং বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল সবংয়ের পানপাড়ায়।অভিযোগ গত বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ গৌর বেরা ওই অঞ্চলের বাসিন্দা কেরোসিন ডিলার কালিপদ বেড়া সহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।যদিও তৃণমূলের পক্ষ থেকে সকল অভিযোগকেই নাকচ করে জানানো হয়েছে,এই আক্রমণ সিআইএম চালিয়েছে।ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রের খবর,এদিন সকালে কালীপদবাবু তার দোকান খুলে তেল দিচ্ছিলেন।হঠাৎ কিছু তৃণমূলের দুষ্কৃতী আসে এবং তাকে বাঁধা দেয়।উপস্থিত মহিলারা তার প্রতিবাদ করলে দুষ্কৃতীরা সেখান থেকে চলে যায়।কিন্তু কিছুক্ষন পরেই তারা আরো কিছু লোক নিয়ে আসে এবং কালীপদবাবুর দোকান সহ বাড়িতে হামলা চালায়।তাদের মারধরে পরিবারের সদস্যরা আহত হয়।এমনকি তার বৌমার মাথা ফেটে রক্ত বার হয় এই আক্রমণে।কালীপদবাবুর দাবি,আক্রমণকারীরা তাদের হামলা করবার কারণ হিসাবে বিজেপিকে ভোট দেবার কথা জানিয়েছে।ঘটনাস্থলে পুলিশ আসায় কালীপদবাবু পুলিশকে সবটা জানান।

উল্টোদিকে গৌরবাবু বলেন,তিনি একজন কর্মাধ্যক্ষ।একজন তৃণমূলের কর্মী হয়ে কেন তিনি এমন কাজ করবেন।পাশাপাশি তিনি সিপিএমের উপর সকল অভিযোগ দিয়ে বলেন,ওই অঞ্চলে কয়েকজন সিপিএমের যুবক তৃণমূলের হয়ে প্রচার করছে।পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবুও তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!