এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সারা জীবন জেলে কাটাতে হবে” সন্দেশখালি নিয়ে ভয়ঙ্কর চাপে তৃণমূল!

“সারা জীবন জেলে কাটাতে হবে” সন্দেশখালি নিয়ে ভয়ঙ্কর চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বাংলায় বিজেপির কাছে প্রধান হাতিয়ার যে সন্দেশখালি ইস্যু, তা নতুন করে বলতে হবে না। যে সমস্ত অভিযুক্তরা রয়েছেন, তাদের অনেকেই জেলের মধ্যে রয়েছেন। তবে মূল মাথা কবে জেলে যাবে, তার দাবিতে আওয়াজ উঠছে বিরোধীদের মধ্যে থেকে। আর আজ নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম বাংলায় পা রেখে কোচবিহারের সভা থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভয়ংকর বিপদ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, আজ কোচবিহারে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, “সন্দেশখালির অভিযুক্তদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু সবাইকে সাজা পেতে হবে। সারা জীবন জেলে কাটাতে হবে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, সন্দেশখালিতে মা বোনেদের ওপর যে নির্যাতন হয়েছে, সেটাকেই কিন্তু বিজেপি এবার হাতিয়ার করে বাংলার নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে।

পাশাপাশি যে সমস্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন, তারা যদি ভেবে নেন যে, কয়েকটা দিন জেলে থেকে তারপর মুক্তি পেয়ে যাবেন, তাহলে তারাও ভুল করছেন। কারণ যে অপরাধ হয়েছে, যে অত্যাচার হয়েছে বাংলার মাতৃশক্তির সঙ্গে, তাকে কেউ ক্ষমা করবে না। তাই ভবিষ্যতে এই ঘটনায় যদি আরও কারও যোগ পাওয়া যায়, তাহলে তাদেরকেও যে জেলের ভেতরে থাকতে হবে, সেই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে দিয়ে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!