এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিভিন্ন রাজ্যে খুলছে স্কুল কলেজ! কোথায় কি অবস্থা দেখে নিন একনজরে

বিভিন্ন রাজ্যে খুলছে স্কুল কলেজ! কোথায় কি অবস্থা দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে অর্থনীতি থেকে কর্মক্ষেত্র যতটা বেশি প্রভাবিত হয়েছিল, তার থেকে কোনো অংশে কম যায়নি শিক্ষাব্যবস্থার ক্ষয়ক্ষতি। তাই করোনা পরিস্থিতিতে চলতি বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বলেই দেখা গিয়েছিল। বস্তুত, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করে অভ্যস্ত, এমন একটি মহামারীর সময় মানসিক পরিস্থিতি স্বাভাবিক রেখে নতুন কায়দায় মানিয়ে নেওয়াটা প্রত্যেকের কাছেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বলেই মনে করেছিলেন তাঁরা।

সেইসঙ্গে আনলক পর্বে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কুল খোলার অনুমতি দিলেও অনেক রাজ্যই সেই ঝুঁকি নেয়নি বলেই জানা গেছে। তবে নতুন বছরে করোনা ভ্যাকসিন আসার খবরে আশ্বস্ত হয়েছেন অনেকজন। আর সেখানেই বিভিন্ন রাজ্যে স্কুল খোলা নিয়ে সামনে এসেছে নানা তথ্য। এদের মধ্যে পুনে, রাজস্থান, পাঞ্জাবে স্কুল খোলার খবর পাওয়া গেছে। জানা গেছে, ১৮ ই জানুয়ারি থেকে রাজস্থানে ৯-১২ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কথা জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বুধবার জানান হয়েছে যে, কোভিড -১৯-এর কারণে নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পরে রাজস্থানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ১৮ই জানুয়ারি থেকে পুনরায় চালু হবে। সেখানে স্কুল এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজের চূড়ান্ত বর্ষের ক্লাসগুলির জন্য প্রতিটি ক্লাসে ৫০% উপস্থিতি প্রয়োজন। সেইসঙ্গে কোচিং সেন্টার এবং সরকারী প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলিতেও ক্লাস পুনরায় চালু করার কথাও বলা হয়েছে। গুজরাট সরকারের তরফেও জানান হয়েছে যে জানুয়ারির ১১ তারিখ থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।

অন্যদিকে, আগামীকাল থেকে পাঞ্জাবের স্কুলগুলিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুনরায় চালু করা হবে বলে জানা গেছে। বুধবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিঙ্গলা বলেছেন যে, ৭ই জানুয়ারী থেকে সমস্ত সরকারী, আধা-সরকারী ও বেসরকারী স্কুলগুলিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হবে। একটি সরকারী প্রেস নোটে এদিন বলা হয়েছে যে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত স্কুল খোলা থাকবে। সেইসঙ্গে তাঁর মতে, এমন কাজের জন্য অভিভাবকদের অবিরাম দাবিকেই গুরুত্ব দিয়েছেন তিনি।

সেইসঙ্গে পুনেতে সমস্ত স্কুলগুলিতে ৪ তারিখ থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হয়ে গেছে। রবিবার পুনে পৌর কর্পোরেশন অনুসারে পুনে প্রশাসনের তরফে এমনটা জানানো হয়। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে করোনা পরিস্থিতিতে প্রতি শিক্ষার্থীর স্যানিটাইজ ব্যবস্থা সম্পর্কে অভিভাবকদের আশ্বস্ত করতে এবং তাদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে কেরালার কলেজগুলিতে চূড়ান্ত বছরের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য কলেজ খোলা হবে বলে জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!