এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শান্তনুর হুঁশিয়ারি, দলীয় বিক্ষোভ নিয়ে একি বললেন দিলীপ? জেনে নিন!

শান্তনুর হুঁশিয়ারি, দলীয় বিক্ষোভ নিয়ে একি বললেন দিলীপ? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নতুন রাজ্য কমিটি গঠন হওয়ার পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে। শান্তনু ঠাকুর সহ একাধিক বিধায়ক থেকে শুরু করে হেভিওয়েট নেতারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সেই শান্তনু ঠাকুরের বাড়িতে বিজেপির একাধিক বিধায়ক এবং নেতারা বৈঠক করে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। নতুন রাজ্য কমিটি যে তাদের পছন্দ নয়, সেই কথা তুলে ধরেছেন তারা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই শান্তনু ঠাকুর সহ একাধিক বিক্ষুব্ধ নেতার সাংবাদিক বৈঠক নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দলের ক্ষোভ-বিক্ষোভ অত্যন্ত স্বাভাবিক বিষয় বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “দলের ক্ষোভ থাকতেই পারে। সব দলেই থাকে। যথাস্থানে ক্ষোভ বিক্ষোভের কথা বলা উচিত। নেতৃত্বের তা শুনে সামলানো উচিত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই গোটা বিষয়টিকে কেন্দ্র করে ক্রমশ চাঞ্চল্য বাড়তে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি দিলীপ ঘোষ এই কথা বলে নেতৃত্বের দিকে গোটা বিষয়টি ঠেলে দিতে চাইলেন! কবে মিটবে শান্তনু ঠাকুর সহ বিক্ষুব্ধদের নিয়ে বিজেপির এই অভ্যন্তরীণ সমস্যা! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!