এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সাড়ে ৪ হাজার কোটি টাকার শিল্প তো দূরস্থান! উল্টে বন্ধ বাম আমলের শিল্প! অমিত মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সাড়ে ৪ হাজার কোটি টাকার শিল্প তো দূরস্থান! উল্টে বন্ধ বাম আমলের শিল্প! অমিত মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

গত শুক্রবার শিলিগুড়িতে সিআইআই আয়োজিত শিল্প সম্মেলনে এসে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, উত্তরবঙ্গে বিভিন্ন শিল্পে ইতিমধ্যেই প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে। তাঁর আরও দাবি ছিল, এর মধ্যে নাকি এক হাজার কোটি টাকা বিনিয়োগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর রাজ্যের অর্থমন্ত্রীর সেই দাবির সঙ্গে বাস্তবের কোনও মিলই নেই বলে রীতিমত সাংবাদিক বৈঠক করে দাবি করলেন শিলিগুড়ির বিধায়ক সিপিএমের অশোক ভট্টাচার্য।

অশোকবাবু সাংবাদিক বৈঠকে জানান, শিল্পের জন্য ব্যাঙ্কগুলি কত টাকা ঋণ দিয়েছে এবং ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কতজন সেই টাকা শিল্পের জন্য ব্যবহার করেছেন তা প্রকাশ করার দাবি জানাচ্ছি। তাহলেই উত্তরবঙ্গে শিল্পের জন্য প্রকৃত অর্থে কতজন কত টাকা বিনিয়োগ করেছেন তা পরিষ্কার হয়ে যাবে। শিল্প নিয়ে সরকারের দাবির সঙ্গে বাস্তবের ফারাক প্রকাশ্যে চলে আসবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই অশোকবাবুর বক্তব্য, জমি নিয়ে সমস্যার পাশাপাশি সিন্ডিকেটের দাপট শিল্পপতিদের এখানে আসার ব্যাপারে নিরুৎসাহিত করছে। শিলিগুড়ির কাছে ফুড পার্কে বাম আমলে আসা একটি বিস্কুট কোম্পানি ছাড়া নতুন করে আর কোনও শিল্প তৈরি হয়নি। মুখ্যমন্ত্রী নতুন শিল্প স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও বাস্তবায়িত হয়নি। উল্টে তৃণমূল সরকারে আসার পর উত্তরবঙ্গে বাম আমলের বেশকিছু শিল্প ও শিল্পোদ্যোগ বন্ধ হয়ে গিয়েছে।

অশোকবাবুর এইসব বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্যটনমন্ত্রী গৌতম দেব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অশোক ভট্টাচার্যের কথার আমি উত্তর দিই না! কিন্তু, তাতে হতোদ্যম হতে রাজি নন অশোকবাবু। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের শিল্পের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি পাহাড় থেকে শুরু করে কোচবিহার জেলা পর্যন্ত পরিদর্শন করে একটি রিপোর্ট বিধানসভায় জমা দেবে। এই রিপোর্ট মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আলাদা করে দেওয়া হবে। প্রসঙ্গত, কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন অশোকবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!