এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী তো হলো, কিন্তু উপ মুখ্যমত্রী কে হবেন? বাড়ছে নানা জল্পনা

মুখ্যমন্ত্রী তো হলো, কিন্তু উপ মুখ্যমত্রী কে হবেন? বাড়ছে নানা জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সমস্ত রকম জল্পনার অবসান হলো। বিজেপির প্রতিশ্রুতি মত বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। কিন্তু ধোঁয়াশা ছড়ালো বিহারের উপ মুখ্যমন্ত্রীকে নিয়ে। সূত্রের খবর বিহারে উপ মুখ্যমন্ত্রী পদের জন্য একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে। এই আবহে গতকাল রবিবার বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী একটি টুইট করলেন। যে টুইটে তিনি জানালেন যে, এবারে বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদে বসছেন না তিনি। বিহারে বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে তিনি তাঁর পদ হারাতে চলেছেন বলে অনেকেই মনে করছেন।

গতকাল রবিবার বিহারে এনডিএর এক বিশেষ বৈঠকে জেডিইউ, বিজেপি, বিকাশশীল ইনসান পার্টি ও হিন্দুস্তান আওয়াম মোর্চার বিধায়করা নীতিশ কুমারকে এনডিএ জোটের নেতা হিসেবে বেছে নিলেন। গতকালের এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বে পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং। কিন্তু গতকালের এই বৈঠকে উপমুখ্যমন্ত্রী পদের জন্য কোন নাম ঘোষণা করা হলো না। যাকে নিয়ে উঠে এলো নানা প্রশ্ন।

গতকালের বৈঠকে বিহারের বিধানসভায় এনডিএ নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করা হলো। তাঁর ডেপুটি হিসেবে নির্বাচিত হলেন সুশীল মোদী। অন্যদিকে, বিহারে বিজেপির প্রধান হিসেবে নির্বাচিত হলেন আরএসএস নেতা তারকিশোর প্রসাদ। যিনি বিহারে দীর্ঘসময় ধরে আরএসএস ও বিজেপির সমন্বয় রক্ষার কাজ করেছেন। তাঁকে উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে, এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু সুশীল মোদিকে কেন উপমুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত করা হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই আবহে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী এক টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ” গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি ও সংঘ পরিবার অনেক কিছু দিয়েছে। তাই এবার তাঁরা যে দায়িত্ব দেবে তা তাই পালন করব। তবে দলীয় কর্মীর পদ কেউ কেড়ে নিতে পারবে না।” সুশীল মোদির এই টুইট দেখে অনেকে মনে করছেন যে, উপমুখ্যমন্ত্রীর পদ না পেয়ে দলের প্রতি ক্ষুব্ধ হয়েছেন তিনি।

তবে অনেকে বলছেন যে, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদিকে বিহারের ক্যাবিনেটের কোন গুরুত্বপূর্ণ পদে বসানোর সম্ভাবনা আছে। তবে, অনেকে এটাও বলছেন যে, বিহারে বিজেপির এই দূরান্ত সাফল্যের পেছেন তাঁর একটি বিরাট ভূমিকা রয়েছে। এ কারণেই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেয়া হতে পারে। এদিকে বিহারে উপ মুখ্যমন্ত্রী পদের জন্য দুজনের নামে নাম সামনে এসেছে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডেপুটি হিসেবে দুজনকে বেছে নেওয়া হবে। তাঁর মধ্যে একজন হচ্ছেন তারকিশোর প্রসাদ, অপরজন হলেন রেনু দেবী। তবে, বিহারে বিজেপির অভাবনীয় ফল লাভের পরও দলের প্রধান ও উপ মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে সুশীল মোদির অপসারণ নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হলো। অনেকে মনে করছেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই দুই পদ থেকে অপসারিত হচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!