এখন পড়ছেন
হোম > রাজ্য > শ্রীরামপুরে ঝড় তুলছেন কল্যান, কর্মীসভা সেরে প্রচারের পথে দেবজিৎ, অনেক পিছনে বাম-কংগ্রেস

শ্রীরামপুরে ঝড় তুলছেন কল্যান, কর্মীসভা সেরে প্রচারের পথে দেবজিৎ, অনেক পিছনে বাম-কংগ্রেস

একেই হয়তো বলে “ফাঁকা মাঠে গোল দেওয়া।” না এটা কোনো ক্রীড়া ময়দান নয়, বঙ্গ রাজনীতিতে আসন্ন লোকসভা নির্বাচনের ফুটন্ত ময়দান। যেখানে একে অপরকে বিন্দুমাত্র জায়গা ছাড়বে না বলে প্রথমে হম্বিতম্বি করলেও শেষ পর্যন্ত সেই ময়দানে তেমন ভাবে কেউ না আসায় নিজের প্রচারে রীতিমতো বাজিমাত করে দিচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দল বিজেপির হয়ে দাঁড়িয়েছেন দেবজিত সরকার, সিপিএমের তীর্থংকর রায় এবং কংগ্রেসের দেবব্রত বিশ্বাস। বস্তুত, আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই ফের এই কেন্দ্রে প্রার্থী হওয়ার ব্যাপারে দলনেত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে এখানে জনসংযোগ ও প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই প্রার্থীপদ ঘোষণার পর সেই প্রচারে আরও জোর দিয়েছেন তিনি। আর সেদিক থেকে কল্যানবাবুর প্রচার যখন মাত করছে গোটা শ্রীরামপুরকে, ঠিক তখন বিরোধীদের প্রার্থী নিয়ে নানা টালবাহানা অনেকটাই এগিয়ে দিয়েছে তৃণমূলকে। এদিকে সিপিএমের পক্ষ থেকে এখানে গত 2014 সালের পরাজিত তীর্থংকর রায়কে ফের আরও একবার প্রার্থী করা হলে কতটা তারা এই কেন্দ্রে নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারবে তা নিয়ে সংশয় শোনা গেছে বাম শিবিরের অনেক নেতাকর্মীদের গলায়।

তবে প্রচারে থাকবার জন্য গুটিকয়েক কর্মী নিয়ে ইতিমধ্যে রাস্তায় বেরিয়েছেন তারা। এদিকে রাজ্যের প্রধান দল হিসেবে গড়ে ওঠা বিজেপি এই কেন্দ্রে কিছুটা বহিরাগত দেবজিৎ সরকার কে প্রার্থী করায় বিরোধী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে ফলে সেই দিক থেকে দলীয় গোষ্ঠী কোন্দল এবার বিজেপি এই কেন্দ্রে কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কতটা লড়াই দিতে পারবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আর বামেদের সঙ্গে সমঝোতা হবে কিনা সেই ব্যাপারে দীর্ঘ আলোচনার পর এই লোকসভা কেন্দ্র দখলের জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত এখানে নিজেদের প্রার্থী হিসেবে পৃথক ভাবে দেবব্রত বিশ্বাসের নাম ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু যেখানে শাসক দলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীসভা, সাংগঠনিক প্রস্তুতি সভা, জনসংযোগ ও রোডশোতে ব্যস্ত ঠিক, তখন তারা কেন এখনও সেই ভাবে প্রচারে নামলেন না?

এদিন এই প্রসঙ্গে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার বলেন, “কর্মীদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা প্রথম সেরে নিচ্ছি। দু-একদিনের মধ্যেই এলাকাভিত্তিক প্রচার শুরু করব।” অন্যদিকে বড় নয়, ছোট ছোট সভা করেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়াই মূল লক্ষ্য বলে জানান বাম প্রার্থী তীর্থংকর রায়।

সব মিলিয়ে এবার প্রথম ধাপে বিরোধীদের পেছনে ফেলে দিয়ে প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই ব্যাপারে তৃণমূল কর্মী-সমর্থকদের আশা-উদ্দীপনা দ্বিগুণ হারে বাড়লেও শেষ পর্যন্ত এই কেন্দ্রটি কোন দলের দখলে আসে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী 23 মে পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!