এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর দল ছাড়ার তীব্র গুঞ্জনের মাঝেই সরাসরি শিশির অধিকারীকে ফোন তৃণমূল নেত্রীর! জেনে নিন

শুভেন্দুর দল ছাড়ার তীব্র গুঞ্জনের মাঝেই সরাসরি শিশির অধিকারীকে ফোন তৃণমূল নেত্রীর! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল নেত্রীর সঙ্গে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দূরত্ব নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা। অনেকেই আবার এরকমও বলছেন, খুব শীঘ্রই হয়তো শুভেন্দু অধিকারী তাঁর অনুগামীদের নিয়ে দল ছাড়তে চলেছেন। তবে গুঞ্জন যা-ই থাকুক না কেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব গুঞ্জনকে পেছনে ফেলে এগিয়ে এলেন অধিকারী পরিবারের দিকে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর মা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর স্ত্রী গায়ত্রী অধিকারী চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন জ্বরে।

অন্যদিকে, করোনা পরিস্থিতিতে গায়ে জ্বর আসা স্বাভাবিকভাবেই মানুষকে আতঙ্কিত করে তোলে। অধিকারী পরিবারও সেভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেন তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। জানা গিয়েছে প্রায় 15 মিনিট ধরে কথাবার্তা চলে দুজনের। তবে এই কথাবার্তার মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেই দাবী করা হচ্ছে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, শিশির অধিকারীর স্ত্রী গায়ত্রী অধিকারী এই মুহূর্তে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর চিকিৎসা চলছে পুরোদমে, অন্যদিকে এই প্রসঙ্গে শিশির অধিকারী জানিয়েছেন, তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তির ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছেন। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে গায়ত্রী অধিকারী সম্পূর্ণ না হলেও অনেকটাই সুস্থ। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরবেন। তবে এই মুহূর্তে অধিকারী পরিবারের সবাই কলকাতায় থাকলেও শুভেন্দু অধিকারী কিন্তু দলীয় কাজের জন্য রয়ে গেছেন পূর্ব মেদিনীপুরে।

তবে মুখ্যমন্ত্রীর সাথে তৃণমূল সাংসদের বার্তালাপকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা। অনেকেই দাবি করছেন, সাংগঠনিক রদবদলে শুভেন্দু অধিকারীর ক্ষমতা খর্ব নিয়ে খুব স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের লোকজনও তৃণমূল নেত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন। কিন্তু শিশির অধিকারীর স্ত্রী অসুস্থ হওয়ার পর যেভাবে সাহায্য করতে এগিয়ে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা এবার দুই নেতার মধ্যে দূরত্ব কমায় কিনা, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!