এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিশু পাচারের ঘটনায় হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি, পথে নামল তৃণমূল!

শিশু পাচারের ঘটনায় হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি, পথে নামল তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি শিশু পাচারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় বাঁকুড়াতে‌। যেখানে আদালতের নির্দেশ মতো অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে নেয় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। আর তারপর থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম হতে শুরু করে পরিস্থিতি। আর এবার শিশু পাচারের ঘটনায় সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া সুভাষ সরকারের গ্রেপ্তারের দাবিতে সরব হতে শুরু করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মহিলা সংগঠনের সদস্যরা রীতিমতো পথে নেমে বাঁকুড়ার বিজেপি সাংসদের গ্রেপ্তারের দাবি তুলতে শুরু করেছেন। যাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বাঁকুড়া জুড়ে।

সূত্রের খবর, এদিন তৃণমূলের মহিলা সংগঠনের সদস্যরা বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেখানে শিশু পাচারের ঘটনায় মূল অভিযুক্ত কমলকুমারের সঙ্গে বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবি তুলে ধরেন তারা। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, শিশু পাচারের ঘটনায় গ্রেপ্তার করতে হবে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। একাংশের মতে, এর ফলে সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া সুভাষবাবু অনেকটাই চাপের মুখে পড়ে গেলেন। কেননা সম্প্রতি তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। আর তারপরেই যেভাবে তাকে নিয়ে বিতর্ক তৈরি হল এবং মহিলা তৃণমূলের সদস্যরা তার গ্রেপ্তারের দাবিতে পথে নামল, তাতে ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, তদন্তেই প্রকৃত সত্য উঠে আসবে। কিন্তু তার আগে যেভাবে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল তৃণমূল কংগ্রেস, তাতে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। যদিও বা একাংশের দাবি, অত্যন্ত সৎ এবং স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত সুভাষ সরকার। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। আর তাতেই গাত্রদাহ হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই তাকে শিশু পাচারের মতো ঘটনার সঙ্গে জড়িত করে তার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!