এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন-বৈশাখীকে রাজনৈতিক মঞ্চে নতুন চ্যালেঞ্জ জানালেন তৃণমূল মুখপাত্র, তীব্র জল্পনা

শোভন-বৈশাখীকে রাজনৈতিক মঞ্চে নতুন চ্যালেঞ্জ জানালেন তৃণমূল মুখপাত্র, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই প্রকাশিত হয়েছে গেরুয়া শিবিরের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা। আর তারপরেই শুরু হয়েছে গেরুয়া শিবিরের ব্যাপক বিক্ষোভ। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় এবার স্থান পেয়েছেন বেশকিছু তারকা মুখ এবং সদ্য তৃণমূল ছেড়ে আসা নেতানেত্রীরা। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। অন্যদিকে প্রার্থী তালিকায় স্থান না পেয়ে গতকালই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজনৈতিক জগতে বহুলচর্চিত জুটি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই কুনাল ঘোষ তৃণমূলের কুণাল ঘোষ কার্যত শোভন চট্টোপাধ্যায় কে চ্যালেঞ্জ করেন বেহালা পূর্ব থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার জন্য।

প্রসঙ্গত এবার শোভন-বৈশাখীর কাছ থেকে শোনা গেল, তাঁরা দলে থেকে কাজ করতে পারছেননা। ফেসবুক পোস্ট করে একথা বলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই দল ছাড়ার কথা ঘোষণা করে দিলীপ ঘোষকে তাঁরা চিঠি দেন বলে জানা গেছে। প্রসঙ্গত জানা গিয়েছে, শোভন-বৈশাখী দুজনেই এবার প্রার্থী তালিকায় থাকার অনুমান করেছিলেন। সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে শোভন ইমেইল করে আবেদন করেছিলেন, বেহালা পূর্বে তাঁর স্ত্রীর রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার জন্য। কিন্তু কার্যক্ষেত্রে রবিবার দুপুরে দেখা গেল, দল শোভনেরকথায় কোনরকম গুরুত্ব দেয়নি। 

বেহালা পূর্ব থেকে লড়াই করছেন বিজেপির হয়ে তারকা প্রার্থী পায়েল সরকার। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা শোভন চট্টোপাধ্যায়কে গেরুয়া শিবির থেকে দূরে ঠেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বারবার সারদা কাণ্ড নিয়ে কুণাল ঘোষের সঙ্গে তাঁর রাজনৈতিক সংঘাত দেখা গিয়েছে। তাই শোভন বৈশাখীর বিজেপি ছাড়ার খবরে কুনাল ঘোষ শোভনকে যেভাবে রাজনৈতিক মঞ্চে চ্যালেঞ্জ জানালেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক সমস্যা। দীর্ঘদিন তাঁরা বিজেপিতে নিষ্ক্রিয় হয়ে ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শোভন বৈশাখীকে সক্রিয় করার উদ্যোগ নেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা। রোড শোয়ে থাকার কথা বলা হয় শোভন-বৈশাখীকে। কিন্তু প্রথমবার বিজেপির র‍্যালিতে উপস্থিত না থেকে কেন্দ্র এবং রাজ্য বিজেপি নাক কাটিয়েছিলেন তাঁরা বলে মনে করা হয়। এরপর অবশ্য শোভন-বৈশাখী কিছুটা উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গায় রোড শো করেছেন এবং তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ভাবে আক্রমণও চালিয়েছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছিল, এবারের বিধানসভা নির্বাচনে হয়তো শোভন-বৈশাখীকে প্রার্থী তালিকায় দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

অন্যদিকে এই নিয়ে তীব্র কটাক্ষ করে শোভন চট্টোপাধ্যায়কে কুনাল ঘোষ লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানিয়েছেন। শোভন যাতে পালিয়ে না গিয়ে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে থেকে যান, সেরকমই বলেন কুনাল। সব মিলিয়ে শোভন-বৈশাখী নিয়ে আবারও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর মতন হেভিওয়েট ব্যক্তিত্ব গেরুয়া শিবির ছাড়ার খবরে তীব্র অস্বস্তি বিজেপির অন্দরে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!