এখন পড়ছেন
হোম > জাতীয় > শত্রুপক্ষের যে কোনওরকম নাশকতার মুখে ছাই দিতে আগামী সপ্তাহেই মোদীর জন্য আসছে মহা ‘অস্ত্র’!

শত্রুপক্ষের যে কোনওরকম নাশকতার মুখে ছাই দিতে আগামী সপ্তাহেই মোদীর জন্য আসছে মহা ‘অস্ত্র’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে কেন্দ্র গ্রহণ করতে চলেছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। সম্প্রতি গত ২৫ বছরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চিরাচরিত বিমান ব্যবস্থা বদলে দিয়ে এবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য আসতে চলেছে বিশ্বমানের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিমান।

শত্রুপক্ষের যেকোনো রকম আঘাত, হানা, আক্রমণকে ব্যর্থ করে দিতে সক্ষম এই অত্যাধুনিক প্রযুক্তির বিমান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জন্য ব্যবহৃত ‘এ ওয়ান’ বোয়িং এর মতো এবার ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জন্য দেশে আসতে চলেছে বিশ্বের সর্বোত্তম প্রযুক্তির বিমান । আগামী সপ্তাহেই আসতে চলেছে এই বিশেষ প্রযুক্তির বিমান দেশের মাটিতে নামতে চলেছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সফর করার বিমান যা গত ২৫ বছর ধরে প্রায় অপরিবর্তিত ছিল এবার সেই ব্যবস্থাতেই এল বিরাট বদল। আধুনিক সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি স্মরণ করেই এই বিশেষ বদল আন্তে চলেছে কেন্দ্র। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ৭৭৭ ও আন্তর্জাতিক ৩০০ বোয়িং বিমান আমেরিকা থেকে ভারতে আসতে চলেছে।

সম্প্রতি এই প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার একটি দল ইতিমধ্যেই আমেরিকা অবস্থান করছেন। নতুন এই বিমানের নাম রাখা হচ্ছে এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিক ভাবে পরিচালনা ও পর্যবেক্ষন করতে ,সেইসঙ্গে এই বিমানগুলি চালাবার প্রশিক্ষণ নিতে ভারতীয় বায়ুসেনার ও এয়ার ইন্ডিয়ার একটি পাইলট দল সম্প্রতি আমেরিকায় অবস্থান করছেন। এই বিমানদুটি ক্রয়ে কেন্দ্রের মোট সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নতুন দুটি এয়ারক্রাফটের সমস্ত কিছুই অভিনব। এই বিমান গুলির ভেতরে থাকবে একাধিক কনফারেন্স হল, অসংখ্য কেবিনা, দুটি মিনি মেডিকেল সেন্টার, সেই সঙ্গে থাকবে জরুরী সার্জারির জন্য অপারেশনের ব্যবস্থা পর্যন্ত। সেইসঙ্গে এই বিমানে থাকছে মিসাইল ডিফেন্স সিস্টেম। যা শত্রুপক্ষের যেকোনো নাশকতাকে এক মুহূর্তে ব্যর্থ করে দিতে সক্ষম। এছাড়া বর্তমানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সফরে ব্যবহৃত বিমান গুলি সম্পূর্ণভাবে জ্বালানি  ভর্তি করেও ১০ ঘণ্টার বেশি সময় বায়ুতে থাকতে পারে না।

কিন্তু নতুন বিমানদুটি উচ্চক্ষমতাসম্পন্ন টু-ইন ইঞ্জিনবিশিষ্ট। যা একনাগাড়ে ১৭ ঘন্টা আকাশে উড়তে সক্ষম। এছাড়াও এতে থাকছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম পরিচালিত ফ্লাইং কমান্ড সেন্টার। যার ফলে যে কোনো অবস্থান মধ্যে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম এই বিমান। সামনের সপ্তাহে ৭৭৭ বোয়িং বিমান ভারতে আসতে চলেছে, আর আগামী বছর আসতে চলেছে ৩০০ বোয়িং বিমান। এয়ার ইন্ডিয়া পরিচালনাধীন বিমান  হিসেবে বিমানের বাইরে থাকবে এয়ার ইন্ডিয়ার লোগো, সেইসঙ্গে থাকবে ভারত ও ইন্ডিয়া লেখা ও সঙ্গে এমব্লেম।

সম্প্রতি ভারতে আসা ফরাসি প্রযুক্তির যুদ্ধবিমান রাফাল আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে । আর এই অন্তর্ভুক্তির দিন বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী । প্রসঙ্গত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। তবে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হবেন, নাকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন, তা তিনি এখনো পরিষ্কারভাবে জানান নি।

প্রসঙ্গত আন্তর্জাতিক বৈশিষ্ট্যসম্পন্ন রাফাল যুদ্ধবিমানকে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া আর তারপরেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার দিকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন দেশের বিভিন্ন বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!