এখন পড়ছেন
হোম > জাতীয় > ঠাকুরনগরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা, গুরুতর আহত কয়েকজন, ক্ষমা চাইলেন মোদী

ঠাকুরনগরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা, গুরুতর আহত কয়েকজন, ক্ষমা চাইলেন মোদী

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুরের সভায় বক্তব্য রাখার সময় হঠাৎই সেই সভার প্যান্ডেল ভেঙে অনেকেই আহত হয়েছিলেন। যে ঘটনায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে, “যারা প্যান্ডেল সামলাতে পারে না, তাঁরা নাকি দেশ সামলাবে!”

আর মেদিনীপুরের সভার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সভাতেও চরম বিশৃঙ্খলা প্রকাশ্যে এল। আর বারবার বাংলায় সভা করতে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সভাস্থলে দুর্ঘটনা ঘটায় অস্বস্তিতে বিজেপিও। ঠিক কি হল ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর এই সভায়?

সূত্রের খবর, সভা শুরু হওয়ার প্রথম থেকেই প্রধানমন্ত্রী যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন ঠিক তখনই ব্যারিকেড ভেঙে সামনের দিকে আসার চেষ্টা করেন কিছু মানুষ। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের মাঝেই একে অপরকে উদ্দেশ্য করে চেয়ার ছোড়াছোড়িও শুরু হয়ে যায়। আর এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আর এতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। অবস্থা বেগতিক দেখে নিজের বক্তব্য থামিয়ে দিয়ে গোটা পরিস্থিতিকে শান্ত করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

কিন্তু তারপরও কিছুতেই কিছু না হওয়ায় অবশেষে দ্রুত বক্তব্য সেরে মঞ্চ থেকে নেমে যান তিনি। পরে দুর্গাপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ঠাকুরনগরের মাঠের থেকে দ্বিগুন লোক সেখানে চলে এসেছিল। ফলে সেখানে মানুষের সমস্যা হয়েছিল আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।” কিন্তু যখনই প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে আসছেন, ঠিক তখনই সেই সভাস্থলে কেন দুর্ঘটনা ঘটছে!

তাহলে কি প্রধানমন্ত্রীর সভার ব্যাপারেও আগাম প্রস্তুতিতে বিজেপির মধ্যে টালবাহানা ছিল? গেরুয়া শিবিরের দাবি, ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার জন্য বড় মাঠ চাওয়া হলেও তা পাওয়া যায়নি। তাই ছোট মাঠেই বাধ্য হয়ে সেই সভা করতে হয়। আর তাই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, বিজেপি নেতৃত্ব যাই বলুন না কেন, মেদিনীপুরের পর ঠাকুরনগরে নিজের সভায় দুর্ঘটনা ঘটায় যে প্রবল অস্বস্তিতে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তা নিঃসন্দেহে বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!