এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > শুরুতেই ধাক্কা বাম-কংগ্রেস জোট ঐক্যে, ২০২১ নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ

শুরুতেই ধাক্কা বাম-কংগ্রেস জোট ঐক্যে, ২০২১ নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2021 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার রাজ্যের প্রদেশ কংগ্রেস এবং বাম দলগুলি জুটি বেঁধে লড়াই করার কথা ঘোষণা করল। অন্যদিকে এ রাজ্যে প্রদেশ কংগ্রেস যথেষ্ট পিছিয়ে পড়া দল বলেই পরিচিত রাজনৈতিক মহলে। এর আগেও বাম কংগ্রেস জোট করে নির্বাচনী লড়াইতে নামলেও সেখানে বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি দুই দলের পক্ষে। এবার রাজ্যের সামনে কড়া নাড়ছে 2021 এর বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে আবারও নিজেদের স্থান ফিরে পেতে উঠে পড়ে লেগেছে বাম কংগ্রেস দল বলে মনে করা হচ্ছে।

রাজ্য তৃণমূল এবং বিজেপি বিরোধী বৃহত্তর মঞ্চ গড়ার দিকেই এবার এগোচ্ছে বাম এবং কংগ্রেস দল বলে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রেও কিছু বাধা এসে দাঁড়িয়েছে। সম্প্রতি জোটের ভারসাম্য রক্ষা করতে কংগ্রেসের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল জোটের প্রথম বৈঠকে। কিন্তু শুরুতেই কংগ্রেসের প্রস্তাব উড়িয়ে দেওয়া হয় বলে খপবপ্র। আর সেই নিয়েই রীতিমত নিজস্ব মহলে ক্ষোভ প্রকাশ করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলে শোনা যাচ্ছে। তবে বাংলার বুকে যৌথ আন্দোলন গড়ে তুলতে আগ্রহী অবশ্য দু’পক্ষই।

সূত্রের খবর, এই পরিপ্রেক্ষিতে আগামী 29 শে জুন দেশজুড়ে পেট্রোপণ্যের যে মূল্যবৃদ্ধি হয়েছে তার জন্য রাজপথে নেমে একটি কর্মসূচি পালন করা হবে দুই দলের পক্ষ থেকে। এই কর্মসূচী রেড রোডে পালন হবে বলে জানা গেছে। এছাড়াও আগামী 27 জুলাই আমফান নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি পালন হবে বলে জানানো হয়েছে দুই দলের পক্ষ থেকে। অন্যদিকে বিশেষজ্ঞদের মত, 2016 সালেও বাংলার বুকে বাম কংগ্রেস জোট তৈরি হয়েছিল। কিন্তু সেসময়ও এই জোট সফল হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সে ক্ষেত্রে বাম ও কংগ্রেস নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের বোঝার আগেই যেভাবে জোটের পথে এগিয়ে যাওয়া হয়েছিল তা খুব স্বাভাবিকভাবেই মানুষ বুঝতে পারেননি। তাই এবার বাম কংগ্রেস শিবির থেকে জোরদার বিরোধী প্রচার চালানোর উদ্দেশ্যে জোট কর্মসূচি নেওয়া হচ্ছে। অন্যদিকে জানা গেছে, বুধবার ক্রান্তি প্রেসে বাম কংগ্রেসের প্রথম বৈঠকে জোটের মধ্যে সমন্বয় রাখার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব দেয় প্রদেশ কংগ্রেস।

কিন্তু প্রদেশ কংগ্রেসের এই প্রস্তাব পরিষ্কার নাকচ করে দেয় বাম দল। তাঁদের যুক্তি, এই মুহূর্তে এ ধরনের কমিটি তৈরি করার কোন প্রয়োজন নেই। বরং বামেরা জানায়, গত ভোটে নিচুতলার ঐক্য গড়ে ওঠার না ওঠার ফলে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছিল। তাই এবার প্রথম থেকে নির্বাচনী জোট তৈরি না করে যৌথ আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে জোটকে গ্রহণযোগ্য করে তুলতে হবে এবং তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও পশ্চিমবঙ্গের বুকে বাম কংগ্রেস জোট নিয়ে অন্য কোন রাজনৈতিক দল বিশেষ আগ্রহ প্রকাশ করেনি বলে জানা গেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, বাম কংগ্রেস জোটকে শক্তিশালী করে তুলতে গেলে তাঁদের এই মুহূর্তে নিজেদের সংগঠনের দিকে নজর দেওয়া বেশি প্রয়োজন। অন্যদিকে মনে করা হচ্ছে, 2021 এর বিধানসভা নির্বাচনে মসনদ দখলের লড়াইতে নামতে ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলিও বেশ উঠেপড়ে লেগেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, শুরুতেই যেভাবে বাম কংগ্রেস জোট ঐক্য বিতর্কের সম্মুখীন হল, তাতে আগামী দিনে এই জোট স্থিতিশীল ভাবে চলতে পারবে কিনা তা নিয়ে কিন্তু এখনই প্রশ্ন উঠে যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!