এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে ভয় পাচ্ছেন মমতা? পৌরভোটের দিনেই বড় পদক্ষেপ পুলিশের!

শুভেন্দুকে ভয় পাচ্ছেন মমতা? পৌরভোটের দিনেই বড় পদক্ষেপ পুলিশের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি আগেভাগেই জানিয়ে দিয়েছিল, যদি কলকাতা পৌরসভার নির্বাচনের দিন কোনো অশান্তি হয়, তাহলে তারা রাস্তায় নামবেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন অশান্তি ভয়াবহ আকার ধারণ করেছে, তখন কলকাতায় থাকা অন্য জেলার বিজেপির জনপ্রতিনিধিদের কার্যত আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পুলিশ মোতায়েনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি বিরোধী দল হিসেবে বিজেপি এবং তাদের নেতা শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর সেই কারণেই ভোটের দিন যাতে বিজেপি রাস্তায় নামতে না পারে, তার জন্য তাদের এই পদক্ষেপ!

সূত্রের খবর, আজ শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। আর সেখানেই এই ব্যাপারে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন তিনি বলেন, “তৃণমূল হয়তো সব আসনে জিতে যেতে পারে। কিন্তু এটা পরিষ্কার যে, তারা বিজেপিকে ভয় পাচ্ছে। আর সেই কারণে বিজেপি যাতে রাস্তায় নামতে না পারে, তার জন্য পুলিশ দিয়ে এই বাধাদান করা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, সত্যিই তো তাই! কেন এইভাবে বিরোধী দলের জনপ্রতিনিধি এবং তাদের দলনেতার কাছে পুলিশ পাঠানো হবে? কেন এভাবে আটকে রাখা হবে! তাহলে কি সত্যিই তৃণমূল কংগ্রেস ভয়ে রয়েছে? জয়প্রকাশ মজুমদারের বক্তব্যের পর এই প্রশ্নই তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!