এখন পড়ছেন
হোম > Uncategorized >  “সব জায়গায় গেলেও যাদবপুরে যেতে চাই না” আফসোসের সুরে কটাক্ষ মমতার!

 “সব জায়গায় গেলেও যাদবপুরে যেতে চাই না” আফসোসের সুরে কটাক্ষ মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্টযাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই গোটা ঘটনায় বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের দিকেই অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। আর এই পরিস্থিতিতে অবশেষে প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে যাদবপুর নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র মৃত্যুর ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি যে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত, তা বুঝিয়ে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত, এদিন প্রাক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ছেলেটির বাবাকে ফোন করেছিলাম। তার সঙ্গে আমার কথা হয়েছে। কারা এই ঘটনা করেছে! মার্কসবাদীরা। তারা আবার এখন বড় বড় কথা বলছে। এরা যাদবপুরে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। আজকে যাদবপুরের মত গর্বের বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি। আমি এই ঘটনায় দুঃখিত, মর্মাহত। তাই আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গেলেও যাদবপুরে যাই না।”

পর্যবেক্ষকদের মতে, গোটা ঘটনায় যাদবপুরের এই ছাত্র মৃত্যুতে যে তিনি অত্যন্ত ব্যথিত, তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যাদবপুরের এই পরিস্থিতি নিয়ে যখন বিজেপির পক্ষ থেকেও রাজ্যকে কটাক্ষ করা হচ্ছে, তখন পাল্টা বামপন্থীদের দিকে অভিযোগের আঙুল তুলে সোচ্চার হলেন বাংলার প্রশাসনিক প্রধান। রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল এক পক্ষ তুললেও, সেইখানে যে পুলিশ ঢুকতে দেওয়া হয় না এবং সিসিটিভি দেওয়া হয় না, সেই কথাও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!