এখন পড়ছেন
হোম > রাজ্য > বিসর্জনের শোভাযাত্রায় গিয়ে হারাতে হল প্রাণ- বড়সড় আর্থিক সাহায্য রাজ্য সরকারের

বিসর্জনের শোভাযাত্রায় গিয়ে হারাতে হল প্রাণ- বড়সড় আর্থিক সাহায্য রাজ্য সরকারের

গিয়েছিলেন দুর্গা প্রতিমা নিরঞ্জন করতে, আর ফিরে আসলো তাদের নিথর দেহ। যে ঘটনায় ইতিমধ্যেই শোকাহত ডুমুরদহের নতুনপাড়া গ্রাম। তবে এই শোকসন্তপ্ত পরিবেশে মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়ে ফের জনগণের পাহারাদারের ভূমিকায় পালন করল রাজ্য সরকার। আজ এই ঘটনায় কিছুটা হলেও হাসি ফুটেছে মৃতদের পরিবার-পরিজনের মুখে।

প্রসঙ্গত উল্লেখ্য গত দশমীর রাতে প্রতিমা বিসর্জন করতে বেরিয়েছিলেন ডুমুরদহ নতুন পাড়ার বাসিন্দারা। আর সেই সময়ে বলাগড়ের দিক থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়লে একের পর এক অনেক লোককে ধাক্কা মারে। আর ওই ঘটনায় গুরুতর আহত 22 জন ব্যক্তিকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করার পরেই সেখানে মৃত্যু হয় বিমল রায়, মনোরঞ্জন বাছার, শেখ জাকির হোসেন, কার্তিক মালিক ও চিরঞ্জিৎ মন্ডলের। একই গ্রামের একসাথে পাচ ব্যক্তির মৃত্যুতেই সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশের। এদিকে এই পাঁচটি পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তির মৃত্যুতে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয় রাজ্য সরকারও। সূত্রের খবর, বৃহস্পতিবার বলাগড় বিডিও অফিসে সেই মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই কর্মসূচি উপলক্ষে বিডিও অফিসে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, কৃষি এবং মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অসীমা পাত্র, বিধায়ক অসীম মাঝি, ডুমুরদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান শ্যামাদাস রায় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিকে সরকারের পক্ষ থেকে কিছুটা আর্থিক সাহায্য পাওয়ায় খুশি মৃতদের পরিবার পরিজনেরাও। এদিন এ প্রসঙ্গে মৃত বিমল রায় স্ত্রী শান্তনা রায় এবং নিহত কার্তিক মালিকের স্ত্রী রাখি মালিক বলেন, “প্রশাসন এবং জনপ্রতিনিধিরা শুধু আমাদের পাশে দাঁড়িয়েছেন তা নয়, এই দুর্ঘটনায় আহত প্রতিটি ব্যক্তির চিকিৎসার ও ব্যবস্থা করেছেন। আমরা প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ থাকব।” অন্যদিকে এই ব্যাপারে কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, “মৃতদের পরিবারের সদস্যের পাশে সরকার সবসময় আছে।” সব মিলিয়ে বিসর্জনের শোভাযাত্রায় প্রাণ হারানো মানুষগুলির পরিবারের মুখে হাসি ফোটাতেও এবার জনদরদি ভূমিকায় অবতীর্ণ বাংলার মা মাটি মানুষের সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!