এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > সমাজ-বিরোধীদের দাপটে আক্রান্ত পুলিশ, ফের রণক্ষেত্র ভাটপাড়া!

সমাজ-বিরোধীদের দাপটে আক্রান্ত পুলিশ, ফের রণক্ষেত্র ভাটপাড়া!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন সময় উত্তপ্ত হতে দেখা গেছে উত্তর 24 পরগনার ভাটপাড়া এলাকাকে। বোমা এবং গুলির লড়াইয়ে আতঙ্কিত হয়ে উঠেছেন সেখানকার মানুষ‌। তবে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে শুরু করেছিল। কিন্তু মাঝেমধ্যেই সেই ভাটপাড়া রণক্ষেত্র হওয়ার খবর সামনে আসতে শুরু করে। সম্প্রতি বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। কিন্তু তারপরেও অশান্তি থামছে না সেই ভাটপাড়ায়।

এবারে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গন্ডগোলে ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া এলাকা। যেখানে পুলিশের উপস্থিতিতে বোমাবাজি হওয়ার সময় পালাতে গিয়ে রাস্তায় পড়ে আহত হলেন এক পুলিশকর্মী। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি ভাটপাড়া এলাকায় শান্তি কবে ফিরবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে সেখানকার মানুষদের মধ্যে।

সূত্রের খবর, রবিবার ভাটপাড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় সমাজবিরোধীরা তাণ্ডব চালায়। শুরু হয় বোমাবাজি। যে ঘটনায় খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতিতেই আবার বোমাবাজি শুরু হয়। যার জেরে পালাতে গিয়ে রাস্তায় পড়ে জখম হন সুব্রত গোস্বামী নামে এক পুলিশ কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক ভাবেই যে ভাটপাড়া নিয়ে লোকসভা নির্বাচনের পর থেকে নানা অভিযোগ উঠে এসেছে এবং সেই ভাটপাড়া এলাকায় শান্ত করতে পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে প্রশাসনকে, সেখানে বিধানসভা নির্বাচনের পরেও কেন শান্ত হচ্ছে না, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর কতদিন ভাটপাড়ায় এই অশান্তি চলবে? প্রশাসন কেন সক্রিয় ভূমিকা পালন করছে না!

পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিক হিংসা লোকসভা নির্বাচনের সময় সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে উত্তর 24 পরগনা জেলার এই ভাটপাড়া বিধানসভা এলাকায়। বিভিন্ন সময় তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বৈরথ সংঘর্ষের আকার নিয়েছে বোমা এবং গুলির লড়াইয়ে বিভিন্ন মানুষের প্রাণ যাওয়ার খবর সামনে আসতে শুরু করেছিল।

আর তারপরেই পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। মাঝে কিছুটা হলেও ভাটপাড়া শান্ত হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর আবার অশান্ত হতে শুরু করেছে সেই এলাকা। এবার সমাজবিরোধীদের তাণ্ডবে ফের বোমার শব্দ আতঙ্কিত হয়ে উঠলেন ভাটপাড়ার মানুষ। সব মিলিয়ে কবে শান্ত হয় ভাটপাড়া, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!