এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সন্দেশখালিতে গোহারা হারবে তৃণমূল, ষষ্ঠ দফার ভোটের আগেই বড় দাবি হেভিওয়েটের!

সন্দেশখালিতে গোহারা হারবে তৃণমূল, ষষ্ঠ দফার ভোটের আগেই বড় দাবি হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট বেশি থাকার কারণে সন্দেশখালির ঘটনা যতই এফেক্ট করুক, এই রাজ্যের শাসক দল মনে করছে যে, তারা বসিরহাট লোকসভা কেন্দ্র জিতে যাবে। কিন্তু বিরোধীরা কার্যত নিশ্চিত যে, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, তাই এই সন্দেশখালি যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাটে কোনোমতেই ফুটবে না ঘাসফুল। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অর্জুন সিংহকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সন্দেশ খালিতে কোনোমতেই জিতবে না তৃণমূল। আর কোনোমতেই সম্ভব নয় হাজি নুরুল ইসলামের জেতার। ওখানে ওরা জিতলে আবার শিবু হাজরা নামাবে, আবার শাহজাহানদের নামাবে। সুতরাং ওখানকার মানুষ কোনোমতেই তৃনমূলকে ভোট দেবে না।” অর্থাৎ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট পেয়ে তৃণমূল ভাবতেই পারে যে, তারা বসিরহাট লোকসভা কেন্দ্র জিতে যাবে। কিন্তু সন্দেশখালিতে যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বসিরহাটের মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য কার্যত মুখিয়ে রয়েছেন। অর্জুন সিংহের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!