এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > সর্বেসর্বা মমতার হোমগার্ড পুলিশ, ভোটকে প্রহসনে পরিণত করতে চেষ্টার শেষ নেই! আজব চিত্র মালদায়!

সর্বেসর্বা মমতার হোমগার্ড পুলিশ, ভোটকে প্রহসনে পরিণত করতে চেষ্টার শেষ নেই! আজব চিত্র মালদায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- স্পষ্টভাবে বলা ছিল যে, ভোটকেন্দ্রের ধারে কাছে থাকবে না রাজ্য পুলিশ। কিন্তু সেখানে মালদহের মানিকচকে আজ এক অন্য ছবি দেখা গেল। যেখানে কেন্দ্রীয় বাহিনীকে হয় বসে থাকতে, অথবা ভোটারদের লাইন ঠিক করতে দেখা যাচ্ছে। কিন্তু ভোট কেন্দ্রের একদম মেইন গেটে দাঁড়িয়ে রয়েছেন হোমগার্ড। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্বাচনের এই ব্যবস্থা নিয়ে।

সূত্রের খবর, আজ মানিকচকে একটি ভোটকেন্দ্রে দেখতে পাওয়া যায় যে, মেইন গেটে দাঁড়িয়ে রয়েছে হোমগার্ড পুলিশ। কিন্তু স্বাভাবিকভাবেই এখানে তার থাকার কথা নয়। বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর, সেখানে কেন্দ্রীয় বাহিনী নেই। উল্টে তাদের লাইন ঠিক করার কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই চিত্র সামনে আসার পরেই সেই হোমগার্ড লাইন ঠিক করার কাজে ব্যস্ত হয়ে যান। আর মেইন গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে।

কিন্তু ক্যামেরার সামনে এই চিত্র দেখানোর চেষ্টা হলেও তলায় তলায় যে গোলযোগ রয়েছে এবং ভোট যে রাজ্য পুলিশ এবং হোমগার্ডকে দিয়েই করানোর চেষ্টা করছেন একটা অংশ, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে এই ব্যাপারে নির্বাচন কমিশন কতটা সজাগ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!