এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “সর্বভুক ডাকাত চোর তাড়াতে বেরিয়েছে” কাকে উদ্দেশ্য করে এমন বললেন শুভেন্দু!

“সর্বভুক ডাকাত চোর তাড়াতে বেরিয়েছে” কাকে উদ্দেশ্য করে এমন বললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগেই ডিসেম্বর মাসে রাজ্যের বড় ডাকাত ধরা পড়বে বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। আকার ইঙ্গিতে তিনি সেই বড় ডাকাত বলতে কাকে বুঝিয়েছিলেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন, তৃণমূলের কোনো শীর্ষ স্তরের নেতাকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে এবার নাম না করে আরও একবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। যেখানে একজন সর্বভুক ডাকাত চোর তাড়াতে বেরিয়েছেন বলে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রাজ্যের একজন সর্বভুক ডাকাত, তিনি কিছু খান না। কিন্তু তিনি কয়লা খান, গরু খান, বালি খান, মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান। তিনি এখন চোর তাড়াতে বেরিয়েছেন। কি অবস্থা! ডাকাত আজকে বলছে চোর তাড়াতে হবে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের কোনো শীর্ষস্তরের হাই প্রোফাইল নেতার উদ্দেশ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলেই দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!