এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারে আসার পরেই বড় চ্যালেঞ্জ তৃণমূলের, “ইয়াস” যুদ্ধে কি ফর্মুলা শাসকের? জেনে তিনি!

সরকারে আসার পরেই বড় চ্যালেঞ্জ তৃণমূলের, “ইয়াস” যুদ্ধে কি ফর্মুলা শাসকের? জেনে তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বছরে একদিকে করোনা এবং অন্যদিকে দুর্যোগ আম্ফান, ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়ানো নিয়ে তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যে বিভেদ যেমন সামনে এসেছিল, ঠিক তেমনই বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তোলা হয়েছিল দুর্নীতির অভিযোগ। এক্ষেত্রে প্রকৃত উপভোক্তারা সুযোগ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন অনেকে। আর এর প্রভাব যে ভোটবাক্সে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল সকলেই।

তবে তৃতীয়বারের জন্য আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অতীতে আম্ফান দুর্যোগ এক বছর আগে যেভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, আবারও তৃতীয় বার ক্ষমতায় আসার পর একদিকে করোনা এবং অন্যদিকে “ইয়াস” নামক দুর্যোগ সামলাতে এখন রীতিমত প্রাণ ওষ্ঠাগত ঘাসফুল শিবিরের।

ইতিমধ্যেই সরকারের পাশাপাশি দলগতভাবে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জেলা নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে। কোনোভাবেই মানুষের বিপদে যাতে কেউ হাত গুটিয়ে বসে না থাকে, তার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ বিপদের দিনে মানুষের পাশে দাড়িয়ে তারা যে জনগণের পাহারাদার, তা প্রমাণ করবার জন্য এবার “ইয়াস” দুর্যোগে রীতিমত ময়দানে নেমে পড়বে ঘাসফুল শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, যদি অতীতের মত এবারেও ভয়াবহ দুর্যোগের পর সাহায্য দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাহলে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে শাসক দলকে। কেননা এবার রাজ্যে বিরোধীরা সন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। ফলে কেন্দ্রের শাসক দল রাজ্যে বিরোধী আসন দখল করার কারণে যারা বিজেপি বিধায়ক আছেন, তারা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিতে পারেন। তাই কোনোমতেই যাতে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা না ঘটে, তার জন্য এখন থেকেই সচেতন তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “করোনার মত এই প্রাকৃতিক দুর্যোগের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে মানুষের পাশে থাকবে দল। মুখ্যমন্ত্রী নিজে গত কয়েকদিন ধরেই ঝড়ের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। সকলের সঙ্গে সমন্বয় তৈরি করে প্রশাসন এগিয়ে যাচ্ছে।”

বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের কাছে এই দুর্যোগ সামাল দেওয়া যেমন একটা বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনই দুর্নীতি যাতে না হয়, সেটাও একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কেননা এবার বিরোধীদল অত্যন্ত শক্তিশালী। বিভিন্ন বিষয়ে বিজেপি যে তৃণমূলকে চেপে ধরবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই দুর্যোগ সামাল দিয়ে মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো ঘাসফুল শিবিরের কাছে কার্যত অগ্নিপরীক্ষা বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে তৃতীয় ইনিংসের প্রথমেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে তৃণমূল কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!