কেরালায় মৃত হেমন্ত রায়ের বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে তৃণমূলের সংসদ সৌমিত্র খাঁ রাজ্য December 15, 2017 এদিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কেরালায় মৃত বাঁকুড়ার শ্রমিক হেমন্ত রায়ের বাড়িতে যান। সাথে ছিলেন ইন্দাসের বিধায়ক গুরুদাস মেটা ও স্থানীয় তৃণমূল নেতারা।তিনি এদিন পরিবারকে আস্বস্ত করে বলেন,“রাজ্য সরকার আপনাদের পাশে আছে। যে কোনও সাহায্যের দরকার হলে আমাদের জানাবেন।” এরপর তাদের আর্থিক সাহায্যও করা হয় এদিন ২৫ হাজার টাকা তুলে দেন তিনি হেমন্ত রায়ের পরিবারের হাতে। এদিনটিনি মোদিকে বিধতেও ছাড়লেন না। তীব্র আক্রমণ করে বলেন, “প্রথমে আফরাজুল। পরে হেমন্ত রায়। ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের খুন করা হচ্ছে। নরেন্দ্র মোদি সরকার বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত করে এই কাজ করছে। মোদির দুর্নীতির বিরুদ্ধে বাঙালিরা প্রথমে সরব হয়েছিল তাই বাঙালিদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এখানে হিন্দু-মুসলিমের কোনও ব্যাপার নেই। বাঙালি খুন হচ্ছে। সব বাঙালিকে এক হতে হবে।” আপনার মতামত জানান -