এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সভাপতি পরিবর্তন হতেই তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব , চরম অস্বস্তিতে তৃণমূল !

সভাপতি পরিবর্তন হতেই তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব , চরম অস্বস্তিতে তৃণমূল !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বারবার এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য অস্বস্তিতে পড়েছে দল কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন হয়নি আর এই পরিস্থিতিতে সম্প্রতি তৃণমূলের কোচবিহার জেলার সংগঠনে পরিবর্তন করা হয়েছে যেখানে জেলা সভাপতি করা হয়েছে পার্থ প্রতিম রায় কে আর দলের দায়িত্ব পাওয়ার পর এই গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু তারপরেও অস্বস্তি মিটছে না। এবার ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল কোচবিহার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। যেখানে কোচবিহারের পোস্ট অফিস মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন রাজিবুল হোসেন নামে এক তৃণমূল কর্মী পোস্ট অফিসের মোড়ে জন্মদিন পালন করছিলেন। আর তার পরেই সেখান থেকে তিনি যখন ফিরে আসেন, তখন কামাল হোসেন নামে এক তৃণমূল নেতার অনুগামীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।

যদিও বা সেই অভিযোগ অস্বীকার করেছেন কামাল হোসেন। আর এই ঘটনার পরেই নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব কোচবিহার জেলায় বাড়তে শুরু করেছে, তাতে এই জেলা নিয়ে অস্বস্তিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!