এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তকে জেরা করতে তৎপর সিবিআই, খারিজ হল জামিনের আবেদন

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তকে জেরা করতে তৎপর সিবিআই, খারিজ হল জামিনের আবেদন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দীর্ঘদিন যাবৎ কয়লা পাচার কাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত হয়েছেন বেশ অনেকেই। যাদের মধ্যে আবার বেশ কয়েকজন রাজ্যের শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ। সময়ের সাথে সাথে কয়লা পাচারকারীদের ওপর কিন্তু ক্রমশ চাপ বাড়াচ্ছে তদন্তকারী সংস্থা। দীর্ঘ সময় যাবত এই কয়লা পাচাররের তদন্ত চালিয়ে অভিযুক্ত করা হয়েছে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র এবং লালাকে। কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিকাশ মিশ্র এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পক্ষ থেকে আসানসোলের বিশেষ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

আগামী 5 জানুয়ারি পরবর্তী শুনানি হবে। তবে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালে থাকার কারণে চিকিৎসকদের অনুমতি ছাড়া বিকাশ মিশ্রকে জেরা করতে পারবেনা তদন্তকারীরা। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী বিচারকের কাছে আবেদন জানিয়েছেন যে চিকিৎসকদের একটি দল তৈরি করে বিকাশ মিশ্রকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা হোক। তদন্ত প্রক্রিয়া আটকে যাচ্ছে বলে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত এই নিয়ে কোনো নির্দেশ দেননি বিচারক। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিকাশ মিশ্রকে কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই। তারপর তাঁকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হয় এবং জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই দিনই অসুস্থ হয়ে পড়েন বিকাশ মিশ্র। তাঁকে রাতে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সোজা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখনো পর্যন্ত সেখানেই তিনি ভর্তি রয়েছেন, তাঁর চিকিৎসা চলছে।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিরকম? বা কি সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরকম একাধিক প্রশ্নের উত্তর চেয়ে হাসপাতাল এবং সংশোধনাগারে চিঠি পাঠিয়েছে সিবিআই। উল্লেখ্য, সিবিআই এর পক্ষ থেকে গত মাসে কয়লা পাচার কাণ্ডে জড়িত অনুপ মাঝি ওরফে লালা, বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রের প্রায় সাড়ে 9 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বিনয় মিশ্র এই মুহূর্তে সিবিআইয়ের হাত এড়িয়ে ভিন দেশে চলে গিয়েছেন। আপাতত বিকাশ মিশ্রকে সিবিআই কবে জেরা করতে পারবে সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!