স্পোর্টস আপডেট ফটাফট – একনজরে খেলার দুনিয়ায় কোথায় কি ঘটছে, দেখে নিন চটজলদি খেলা June 11, 2019 দিনের শুরুতেই দেখে নিন খেলার দুনিয়ার লেটেস্ট আপডেট – কোথায় কি ঘটছে একনজরে। খেলার রঙিন দুনিয়ার সমস্ত খবর এক জায়গায় – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. আর্থিক প্রতারণা ও দুর্নীতি মামলার বিচার বার্সেলোনা শহরে করার জন্য আবেদন জানালেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার ২. ওয়ার্নারকে শট খেলতে না-দেওয়াই বড় প্রাপ্তি ভুবনেশ্বরের ৩. বেল-বিতর্ক নিয়ে সরব কোহালি, ক্ষুব্ধ ফিঞ্চ ৪. ২০১৯ সালের ১০জুন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্রিকেট তারকা যুবরাজ সিং (যুবি) ৫. জাম্পার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬. রোহিত শর্মার ট্যুইট – যুবরাজ সিং আরও ভালভাবে বিদায় জানাতে পারত, ‘যুবরাজকীয়’ বিদায় প্রাপ্য ছিল ৭. যুবরাজের ছয় বলে ছটি ছক্কা আজ ইতিহাস হয়ে রইল – মানছে ক্রিকেটবিশ্ব ৮. ছয় ছক্কার স্মৃতি ভুলে যুবরাজকে শুভেচ্ছা ‘ব্রডমাইন্ডেড’ ব্রডের! ৯. বাংলাদেশী অলরাউন্ডার শাকিব-আল-হাসান চোট পেলেন হ্যামস্ট্রিংয়ে, কার্যত আসন্ন ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে গেল ১০. বিশ্বকাপ ২০১৯-এ হোল্ডারদের সঙ্গে ম্যাচ নিয়ে আবেগহীন আর্চার ১১. যুবিকে বিশ্বকাপ উপহার দিতে পেরে কৃতজ্ঞ সচিনও ১২. বিদায় বেলায় যুবরাজের শ্রদ্ধা ক্রিকেট জীবনের প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে – তাঁর অধিনায়কত্বেই আমার জাতীয় দলে অভিষেক ১৩. তিন বছরে দ্বিতীয়বার ফুটবলে ইউরোপ সেরার মুকুট পর্তুগালের আপনার মতামত জানান -