এখন পড়ছেন
হোম > রাজ্য > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! আজকেই এসএসসির মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! আজকেই এসএসসির মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত

হাইকোর্টের নির্দেশে এদিন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিং স্থগিত করে। এরপরেই স্কুল সার্ভিস কমিশন নিজেদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে আগামী সোমবার এই ওয়েবসাইটে আদালতের পক্ষ থেকে যে মেধাতালিকা প্রকাশ করতে বলা হয়েছে তা প্রকাশিত হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত (পরে ২১ জুলাইয়ের পরিবর্তে কাউন্সিলিংয়ের শেষ দিন ২৩ শে জুলাই করা হয়) কাউন্সেলিং হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে এই কাউন্সিলিং প্রক্রিয়াই স্থগিত করে দেওয়া হলো। যদিও এখনও পরবর্তী কাউন্সেলিংয়ের সময়সূচী সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য বৃহস্পতিবার এই মামলার রায়ে বিচারপতি শেখর বি শরাফ জানিয়েছিলেন, মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিং শুরু করা যাবে না। এদিকে মামলাকারীদের দাবি অনুযায়ী, কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। শিক্ষক পদে চাকরীর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচিত সকলের নাম পিডিএফ ফরম্যাটে ওয়েবসাইটে তুলে দেওয়া উচিত।

আদালত তাদের দাবিকে কার্যত মাণ্যতা জানিয়েই স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দেয়। স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান শর্মিলা মিত্র এদিন সংবাদমাধ্যমকে বললেন, “আদালতের রায় মেনে আমরা একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ওয়েবসাইটে দিয়ে দিয়েছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!