এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের বিরুদ্ধে এবার একরাশ বঞ্চনার অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী

কেন্দ্রের বিরুদ্ধে এবার একরাশ বঞ্চনার অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী

ইলেকট্রিক বাস বন্টনকে কেন্দ্র করে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার ফের বঞ্চনা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এটা নতুন নয়, এর আগে একাধিক বার বিভিন্ন কারণে কেন্দ্রের সাথে তাঁর মতপার্থক্য হয়েছে। তবে এবার তা ইলেকক্ট্রিক বাসকে কেন্দ্র করে নতুন করে সামনে এল। রাজ্যের পরিবহন মন্ত্রী অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত ১০০ টি ইলেকক্ট্রিক বাসের জন্য কেন্দ্রের কাছে ভুর্তুকি চেয়ে আবেদন করেছিল রাজ্য। নিয়ম অনুযায়ী এক-একটি বাসের ৬০% দাম ভুর্তুকি হিসাবে কেন্দ্রীয় সরকার দেবে। কিন্তু কেন্দ্র মাত্র ৪০টি বাসের ভুর্তুকি অনুমোদন করেছে। পশ্চিমবঙ্গের মতো বৃহৎ ও জনবহুল রাজ্যে ৪০টি বাসের অনুমোদন দিয়ে কেন্দ্র রাজ্যের সাথে বঞ্চনা করেছে বলেই দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এই বাসগুলি কলকাতায় চলবে। তাছাড়া আমরা নিজেরাই নিউটাউনে চালানোর জন্য ১০টি ইলেক্ট্রিক বাসের বরাত দিয়েছি। আসানসোলেও আমরা এরকম ১০টি বাস চালাব। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি একাধিক বার অভিযোগ করেন কেন্দ্রের রাজ্যের প্রতি উদাসীনতা নিয়ে। এদিন শুভেন্দুবাবু আরও বলেন, নকল মোটর ভেহিকেলস কর্মী ও অফিসারদের বাড়বাড়ন্ত ঠেকাতে প্রকৃত কর্মীদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে। নিজেদের মোটর ভেহিকেলসের কর্মী বা অফিসার বলে পরিচয় দিয়ে বাস, ট্রাক আটকে নানা ছুতোয় টাকা আদায়ের ঘটনা ইদানীং বাড়ছিল। এ নিয়ে পরিবহন দপ্তরে অভিযোগও আসতে থাকে। এই ভুয়ো কর্মীদের ধরতেই সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!