এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর খাসতালুকে জল মাপতে হাজির নেত্রীর অনুগত সুব্রত বক্সি, ফিরলেন এক মুখ হাসি নিয়েই!

শুভেন্দুর খাসতালুকে জল মাপতে হাজির নেত্রীর অনুগত সুব্রত বক্সি, ফিরলেন এক মুখ হাসি নিয়েই!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব পদ ছাড়ার পর থেকে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়। সেখানে শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুরে তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ জামা হচ্ছে বলেও অনুমান করা গিয়েছিল। এরই মধ্যে ৭ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে সভা করবেন বলে জানা যায়।

আর তার আগেই গতকাল সেখানে সুব্রত বক্সীর আবির্ভাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার এই ঘোষণার কথা শুনে অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে, শুভেন্দু অধিকারীর তালুকে তিনি মুখ্যমন্ত্রী আসার আগে সেখানকার পরিস্থিতি দেখতেই গিয়েছিলেন। অন্যদিকে এই ঘোষণায় সেখানকার দলের কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন বলেও জানা যায়।

এখানেই প্রশ্ন উঠেছে পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর অনুগামী নেতার সংখ্যা কম নয়। তবে সেখানে এই উচ্ছাস হওয়াকে সন্দেহের চোখেই দেখছিলেন বিশ্লেষকরা। তবে তথ্য সূত্রে জানা গেছে, এদিনের সভায় দলের সক্রিয় অনুগামী যেমন, অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, প্রণব বসু, স্নেহাশিস ভৌমিকদের ডাকাই হয়নি।

সেখানে অনুগামীদের মধ্যে যাঁরা তুলনামূলকভাবে কম সক্রিয়, তাঁদের সভায় ডাকা হয়েছে বলেই জানা গেছে। সেখানে প্রদীপ পাত্র, মামনি মান্ডিদের উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। আর এর মাধ্যমে কৌশলে অনুগামীদের মধ্যে বিভাজনের চেষ্টা করেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও তাঁরাও শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সুব্রত বক্সী তাঁদের সঙ্গেও কথাও বলেছেন। সেখানে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, ‘‘দলের সকলকেই ডাকার কথা বলেছিলাম। যাঁরা ডাকাডাকি করেন, তাঁদের থেকে খোঁজ নিয়ে দেখব ঠিক কী হয়েছে!’’ এদিন তিনি বলেন, ‘‘এই নির্বাচন তৃণমূলের কাছে খুব কঠিন নির্বাচন নয়, কিন্তু এই নির্বাচন তাঁদের কাছে খুব তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, এই কথার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই নির্বাচনের দিকে শুধু বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষও তাকিয়ে আছেন। কারণ, বাংলা থেকেই সংবিধানকে বাঁচানোর লড়াই শুরু হবে বলেই এদিন দাবি করেছেন তিনি। তাঁর ধারণা, এই লড়াইয়ের মাঝখানে অনেক বাধা-বিঘ্ন, অনেক ছোটখাটো ধন্দ, নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি আসবে। কিন্তু সঙ্ঘবদ্ধভাবে এগোতে হবে, সেটা মনে রাখতে বলেছেন তিনি।

তাঁর কথায়, কোথাও মানসিক তফাত থাকতেই পারে। লড়াই করতে দল বেঁধে বেরোতে হবে বলেই জানিয়েছেন তিনি। মেদিনীপুরের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু আন্দোলনের স্মৃতি জড়িয়ে রয়েছে, তাও এদিন মনে করিয়ে দিতে দেখা গেছে তৃণমূলের রাজ্য সভাপতিকে। অন্যদিকে, সভাঘরের ভিড় দেখে তিনি বলেন, ‘‘আমার যদি বিন্দুমাত্র রাজনৈতিক সচেতনতা থেকে থাকে, তা থেকে বলতে পারি, আগামী নির্বাচনে জেলার ১৫টি আসনের মধ্যে আমরা ১৫টিতেই জয়লাভ করব।’’

সেইসঙ্গে এদিন মানস ভুঁইয়া বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রক্ষা করছেন। তাঁর পাশে দাঁড়িয়ে বলব, মমতা, তুমি এগিয়ে চলো, মেদিনীপুর জেলা তোমার সঙ্গে আছে।’’ সেইসঙ্গে দলের জেলা চেয়ারম্যান দীনেন রায় জানান, ‘‘জন্মেছি তৃণমূলে। শেষ জীবন পর্যন্ত মমতাদির সঙ্গে থাকব।’’ যদিও বিরোধীদের মতে নির্বাচনের ফলাফলই শেষ কথা বলবে বলেই জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!