এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কমিশনার নিয়োগ নিয়ে রাজ্যপালকে কড়া আক্রমণ, শোরগোল ফেলে দিলেন শুভেন্দু!

কমিশনার নিয়োগ নিয়ে রাজ্যপালকে কড়া আক্রমণ, শোরগোল ফেলে দিলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার কে হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শাসক পক্ষের একাংশ বলতে শুরু করেছিলেন, রাজ্যপাল নামে অনুমোদন দিচ্ছেন না। যার কারণে তৈরি হয়েছে জটিলতা। তবে সম্প্রতি রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে রাজ্য সরকারের প্রথম নাম রাজীব সিনহার ব্যাপারে সবুজ সংকেত দেয় রাজভবন। তবে রাজীব সিনহা নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার পর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলেও একের পর এক অশান্তির ছবি সামনে আসে। যা নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। তাদের দাবি, এই রাজীব সিনহা সরকারের কথামতো চলছেন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে রাজ্যপালকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যপাল যদি ঠিকমতো দেখে অনুমোদন দিতেন এবং রাজীব সিনহা নির্বাচন কমিশনার না হতেন, তাহলে আজকে এই ধরনের অশান্তি হতো না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “রাজ্যপাল যদি রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো তিনটে নাম ভালো করে খোঁজ নিয়ে দেখতেন এবং তার ইন্টেলিজেন্স দিয়ে খোঁজ নিতেন, এবং তারপর নির্বাচন কমিশনার হিসেবে কাউকে বসাতেন, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটত না। উনি নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাকে বসিয়েছেন। যার কারণেই এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে। এখন রাজ্যপাল শান্তি, সুষ্ঠ নির্বাচনের কথা বলছেন। কিন্তু ওনার কথা সরকার শুনবে না।”

বলা বাহুল্য, নয়া রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পরেই তার একাধিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এমনকি একসময় বিরোধী দলনেতা এটাও বলেছিলেন, রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে তু তু ম্যা ম্যা চলছে। অর্থাৎ বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল সবকিছু দেখে পদক্ষেপ নিচ্ছেন না। এমনকি রাজ্যপালের কাজে যে তারা খুশি নন, সেটা ইঙ্গিতপূর্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। আর পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন ডামাডোল চলছে রাজ্যে, ঠিক তখনই রাজ্যপালের পক্ষ থেকে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নামে সবুজ সংকেত দেওয়ার বিষয়টিকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!