এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঠাকুরনগরে অভিষেককে চোর, চোর স্লোগান, একি বললেন দিলীপ ঘোষ !

ঠাকুরনগরে অভিষেককে চোর, চোর স্লোগান, একি বললেন দিলীপ ঘোষ !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নবজোয়ার কর্মসূচি উপলক্ষে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যেতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যাওয়ার আগেই মূল মন্দিরে তালা দিয়ে দেওয়া হয়। এমনকি তাকে উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, যারা ব্র্যান্ডেড চোর, তাদেরকে সবাই চোরই বলবে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “যারা ব্র্যান্ডেড চোর, তাদেরকে সবাই চোরই বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন। রাজ্যে সিএম আছে, কিন্তু তিনি সিএমের ওপরে উঠে গিয়েছেন। নিজেকে সমস্ত কিছু ভাবতে শুরু করেছেন। যাকে সংবিধান স্বীকৃতি দেয় না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে ঘুরিয়ে “চোর” বলেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

তবে বিজেপি নেতা এই ধরনের মন্তব্য করলেও তাকে কটাক্ষ করছে ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রসন্ন রায়ের বাড়িতে এই দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছে। সেক্ষেত্রে কেন দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না! অন্যকে চোর বলার আগে নিজের দিকে নজর দিন দিলীপবাবুরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ছেড়ে রেখেছে কেন! ইতিমধ্যেই এই প্রশ্ন তুলে পাল্টা দিলীপ ঘোষকে চাপে রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!