এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > সুগার ও ব্লাড প্রেসারের রোগীরাই করোনাকালে সবথেকে বিপদে! স্পষ্ট জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক

সুগার ও ব্লাড প্রেসারের রোগীরাই করোনাকালে সবথেকে বিপদে! স্পষ্ট জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৭৬ শতাংশই রোগীই কোমর্বিডিটির শিকার হয়েছেন। এই কোমর্বিডিটির মধ্যে রয়েছে হূদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা, ক্যানসারের মতো দুরূহ ব্যাধি ছাড়াও ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিসের মত বেশ কিছু অসুখ।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্তকের পরিসংখ্যান থেকে আরো একটি ভয়াবহ তথ্য উঠে এলো। যেখানে দেখা যাচ্ছে করোনা সংক্রমনের বিপদ যথেষ্ট মাত্রায় বাড়াচ্ছে ডায়াবেটিস কিংবা হাইপারটেনশনের মতো সমস্যা গুলি। ডায়াবেটিস, হাইপারটেনশন যে করোনার ঝুঁকিকে ব্যাপকভাবে বাড়িয়ে তোলে, এমন কথা পূর্বেও শোনা গিয়েছিল। সম্প্রতি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, করোনা আক্রান্তদের মধ্যে ৫.৭৪ শতাংশ কোমর্বিডিটি হিসেবে হাইপারটেনশন এবং ৫.২০ শতাংশ কোমর্বিডিটি হিসেবে ডায়াবেটিস আক্রান্ত। করোনা আক্রান্তের ক্ষেত্রে এই দুই কোমর্বিডিটির সংখ্যা সর্বাধিক।

করোনা রোগের সাধারণ উপসর্গ হিসেবে তিনটি মূল উপসর্গকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যার মধ্যে আছে জ্বর, কাশি, গলাব্যথার সমস্যা। অন্যদিকে ল্যাবরেটরি থেকে চিহ্নিত ৩৭,০৮৪ করোনা আক্রান্তের মধ্যে ২৫.০৩% জ্বরে আক্রান্ত ছিল।কাশি ও গলাব্যথার মতো উপসর্গ ছিল ১৬.৩৬ ও ৭.৩৫ শতাংশ আক্রান্তের। এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল ৫,১১ শতাংশর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বেশ কিছুদিন ধরে দেশে দৈনিক করোনা মুক্তের পরিমাণ যথেষ্ট ভাবে বৃদ্ধি পেয়েছে। গত তিনদিন ধরে দৈনিক ৯০ হাজার করোনা রোগী করোনা মুক্ত হলেন সমগ্র দেশজুড়ে। কখনও হাসপাতালে কখনো বা বাড়িতে রেখেই তাদের চিকিৎসা চালানো হচ্ছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ টুইট করে জানানো হলো, ” এই দৈনিক প্রভূত পরিমাণে সুস্থতার হার ভারতকে করোনা থেকে সুস্থ হওয়া শীর্ষস্থানীয় দেশ করে তুলেছে। সুস্থতার হার হয়ে গিয়েছে ৮০ শতাংশেরও বেশি।”

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ৮৩ হাজার ৩৪৭ জন সম্প্রতি করোনা সংক্রামিত হলেন। যার ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৫৬ লক্ষ ৪৬ হাজার ১১ জন।

অন্যদিকে গত সোমবার পর্যন্ত পাওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট করোনা আক্রান্তের ৬৩% হলো ৪০ বা তার চেয়ে কম বয়স্ক। আবার ৬০ বছরের অধিক বয়স্ক ১০% করোনা আক্রান্ত। এছাড়া পুরুষও মহিলার মধ্যে করোনা আক্রান্ত যথাক্রমে ৬৮.৪৮ ও ৩১.৫১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, বিশ্বের বহু দেশের মতো ভারতেও প্রধানত যুবক-যুবতীরাই অধিক পরিমানে করোনা আক্রান্ত হচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!