এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম কোর্টের রায়ে অবশেষে কাটল জট,বাংলায় ৩ হাজারেরও বেশি মাদ্রাসা শিক্ষক নিয়োগ

সুপ্রিম কোর্টের রায়ে অবশেষে কাটল জট,বাংলায় ৩ হাজারেরও বেশি মাদ্রাসা শিক্ষক নিয়োগ

সুপ্রিম কোর্টের নির্দেশের হাত ধরেই ৩১৮৫ শূন্যপদ পূরণ হতে চলেছে মাদ্রাসা শিক্ষক কমিশনের। ১৭ ই মে শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, মাদ্রাসা বোর্ড যদি চায় ২০১৪ সালের মাদ্রাসা সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগ করতে পারবে। এর পাশাপাশি, ২০১৩ সালের ওয়েটিং প্যানেলে থাকা ২৪ জন উত্তীর্ণদেরও নিয়োগ করা যাবে। এমনটাই জানা গেলে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল এর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, জানা যাচ্ছে যে, ২০০৮ সাল অব্দি রাজ্যের মাদ্রাসাগুলোতে শিক্ষক নি্যুক্ত হতো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। বামফ্রন্ট সরকারই মাদ্রাসা সার্ভিস কমিশন আলাদা করে গঠন করে।তারপর থেকেই এই কমিশন আলাদা করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়।  তবে সমস্যা তৈরি হয় ২০১৪ সালে।কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কমিশনকে অবৈধ ঘোষণা করে মামলা করা হয়। এবং রায়েও তাই বলা হয়। এতে বিপদের পরে ওই কমিশন থেকে নেওয়া পরীক্ষায় উত্তীর্ণরা। আইনি জটিলতার জেরে তাঁদের নিয়োগ থমকে ছিল। তারপর বেঙ্গল এডুকেশন ফোরামের তরফ থেকে আবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। দাবী ছিল ওই ৭৭ জন পরীক্ষার্থীর  ফলপ্রকাশ করতে দিতে হবে। তারপর পরিসংখ্যানে উঠে এসেছে বর্তমানে মাদ্রাসাগুলোতে শূন্যপদ সংখ্যা প্রায় ৩১৮৫ টি। তবে সুপ্রিম কোর্টের ইতিবাচক পদক্ষেপে কিছু বেকার ছেলেমেয়ের মুখে হাসি ফুটতে চলছে। তবে সংশয়ে এখনো মাদ্রাসা কমিশনের বৈধতা। জানা যাচ্ছে, আসছে জুলাই মাসের ১২ তারিখ শুনানির পরই এ প্রসঙ্গে আলো ফেলা সম্ভব হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!