এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > শুভেন্দু-গড়ে তৃনমূলের সভায় বিজেপির বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ, জখম বহু, বাড়ছে উত্তেজনা

শুভেন্দু-গড়ে তৃনমূলের সভায় বিজেপির বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ, জখম বহু, বাড়ছে উত্তেজনা


রাজ্যে সন্ত্রাসের অভিযোগে উঠতে-বসতে তৃণমূল সরকারকে চেপে ধরেছে বিরোধীদল বিজেপি। এমনকি রাজ্যে তৃণমূল কর্মী-সমর্থকদের এই সন্ত্রাস আটকাতে দিল্লিরও দ্বারস্থ হয়েছে তাঁরা। কিন্তু এবার সেই অভিযোগকারী বিজেপির বিরুদ্ধে উঠল সন্ত্রাসের অভিযোগ। সূত্রের খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডেবরার ভরতপুরের আইমামধুয়া গ্রামে তৃণমূলের একটি বৈঠক চলাকালীন সেখানে বিজেপির তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের।

জানা যায়, তৃণমূল কর্মী স্বপন টুডুর বাড়িতে বৈঠক চলাকালীন সেই বৈঠক করতে বাধা দেন বিজেপির কিছু মহিলা সদস্যা। জানিয়ে তৃণমূল কর্মীদের সাথে কিছুটা বচসাও বাধে তাদের। আর এরপরই লাঠি, টাঙ্গি এবং কাটারি নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের রোষে পড়ে হামলার শিকার হতে হয় তৃণমূল নেতা কর্মীদের। যে ঘটনায় গুরুতর জখম হয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন যুব তৃণমূল নেতা তাজউদ্দিন সহ আট তৃণমূল কর্মী সমর্থক। এদিকে খবর পেয়ে এলাকায় পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একাংশের মতে, বিগত পঞ্চায়েত ভোটে এই আইমামধুয়া গ্রামে জয়ী হন বিজেপি প্রার্থী। এখানে আদিবাসীদের একটা বিরাট অংশ বিজেপির সাথেই রয়েছে। এদিন তৃণমূলের এই বৈঠকে সেই আদিবাসীরাই হামলা চালিয়েছে বলে অনুমান স্থানীয়দের। এদিকে এই হামলার ঘটনায় একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক সুর আরো চওড়া করেছে তৃণমূল এবং বিজেপি। এহেন হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ কর। অন্যদিকে এই আইমামধুয়াতে তার ওপর হামলা চালানোর জন্যই তৃণমূল জড়ো হয়েছিল বলে পাল্টা শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আদিবাসী মোর্চার ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি নগেন্দ্রনাথ বেশরা। সব মিলিয়ে তৃনমূল-বিজেপির রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পরিবহনমন্ত্রীর খাসতালুক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!