এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল গান্ধী তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ানোয় কি কংগ্রেসের ভোটব্যাঙ্ক বিজেপির জন্য খুলে গেল?

রাহুল গান্ধী তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ানোয় কি কংগ্রেসের ভোটব্যাঙ্ক বিজেপির জন্য খুলে গেল?


জাতীয় রাজনীতিতে বিজেপিকে সরাতে কংগ্রেস এবং তৃণমূল একজোট হলেও বাংলায় শাসক দল তৃণমূলের সাথে বিরোধী দল কংগ্রেসের আদায়-কাঁচকলায় সম্পর্ক। তাই জাতীয় রাজনীতিতে একে অপরের সাথে জোট করলেও বাংলায় তৃণমূলের সাথে যাতে কোনো জোট না হয় সেজন্য হাইকমান্ডের কাছে বারে বারে আবেদন করেছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সোমেন মিত্র, আব্দুল মান্নান, অধীর চৌধুরীরা।

এমনকি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের এই মতকে মান্যতা দিয়ে হাইকমান্ডের তরফ থেকেও কদিন আগেই এক বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী জানিয়ে দিয়েছিলেন যে প্রদেশ জোট হবে কিনা তার সমস্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর কংগ্রেস হাইকম্যান্ডের তরফ এহেন সংকেত পেয়ে কিছুটা হলেও উচ্ছ্বসিত দেখা যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের।

কিন্তু সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এদিকে জাতীয় রাজনীতিতে দিনকে দিন কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী মুখ হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে ফোন করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

আর রাহুল গান্ধীর তরফে তৃণমূল নেত্রীর পাশে থাকার আশ্বাসেই এখন কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছেন রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতারা। কেননা একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যের কংগ্রেস নেতাদের আদায়-কাঁচকলায় সম্পর্ক, ঠিক তেমনই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চিটফান্ড এবং আর্থিক কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন সময় সোচ্চার হতেও দেখা গেছে কংগ্রেসের আব্দুল মান্নানদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই মেট্রো চ্যানেলে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসার উৎস যখন সেই চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার ঘটনা নিয়ে, ঠিক তখন সেই ঘটনায় প্রদেশ কংগ্রেসের নেতারা ধরি মাছ না ছুঁই পানি’র মতো আচরণ করছেন আর তখনই সরাসরি কংগ্রেস হাইকমান্ডের রাহুল গান্ধীর তৃণমূল নেত্রীর পাশে থাকা প্রদেশ কংগ্রেসের নেতাদের অস্বস্তিকে বাড়িয়ে দিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই রাজ্যে তৃণমূলের সাথে আসন্ন লোকসভা নির্বাচনে জোট বা সমঝোতা করা কোনো মতেই সম্ভব নয় বলে বিভিন্ন সময় কেন্দ্রের কাছে রাজ্যের কংগ্রেস নেতারা তদবির করলেও এবারে কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী দাড়ানোয় কংগ্রেসের ভেতরের অনেক ভোট সরাসরি বিজেপির দিকে চলে যেতে পারে।

আর সেক্ষেত্রে এই রাজ্যে কংগ্রেসের দলীয় সংগঠন একেবারেই পর্যুদস্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আর রাজনৈতিক মহলের তরফ থেকে যখন এহেন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই প্রদেশ কংগ্রেসের নেতাদের একাংশ বলছেন, জাতীয় রাজনীতিতে বিজেপিকে সরাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। আর এই ঘটনার সাথে রাজ্যে তৃণমূলের সাথে জোট করতে হবে এমন কোনো বার্তা রাজ্য নেতৃ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!