এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বাধীনতা দিবসে গান রচনা সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ দিলীপ ঘোষের

স্বাধীনতা দিবসে গান রচনা সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্বাধীনতা দিবসের দিনে গান রচনা সহ একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ পর্ব শেষ করার পর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করলেন তিনি। এরপর সকলের সঙ্গে মিলে জাতীয় সংগীত গাইলেন তিনি। এরপর এলেন গণমাধ্যমের সামনে। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর গান রচনাকে প্রবল কটাক্ষ করলেন তিনি।

স্বাধীনতা দিবসের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গান রচনা করেছেন। যে গানের লাইনগুলো হলো “এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের। এই মাটির প্রতি ধূলিতে জন্ম নবজাগরণের/এই মাটির বীরত্বপূর্ণে ধন্য জন্ম মোদের/এই মৃত্তিকা এই বরণীয় সব বীর সন্তানের দল/এই মাটিতেই গড়তে হবে সফল সাধনার ফল/ এই মাটিতেই জন্ম নিয়েছে অনেক ইতিহাস দীক্ষা/এই ধরণী দিক সবারে প্রকৃত মানব শিক্ষা।”

মুখ্যমন্ত্রীর এই গান রচনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ভালো কথা, তবে গানটি শোনেন নি তিনি। গাইলেই ভালো হতো। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে তিনি জানান, এসব কাগজের প্রচারের জন্য তিনি করছেন। জোট যাকে নিয়েই হোক, দেশের মানুষ জোট-ঘোটে যেতে ইচ্ছুক নন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দেশ এখন সুরক্ষিত আছে। সম্মান বেড়েছে দেশের। নতুন নতুন ক্ষেত্রে নতুন নতুন সম্মান অর্জন করেছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই যা সম্ভব হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর মুখ্যমন্ত্রীর প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তাঁরা ঐক্য করে দেখান। সকাল-সকাল রাস্তায় বেরিয়ে সবার সঙ্গে জাতীয় সংগীত গেয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীকে এটাই করার পরামর্শ দিলেন তিনি। তাঁকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তাঁর গান কে শোনেন?

আবার, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, স্বাস্থ্যবিধি না মেনে গতকাল রাতে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জবাব, পশ্চিমবঙ্গে কে? কবে? বিধিনিষেধ মেনেছেন? তৃণমূলের জন্য কোন বিধিনিষেধ নেই। কিন্তু তাঁরা যদি রাস্তায় নামেন, তখন আইন-কানুন ধরে ঢুকিয়ে দেয়া হচ্ছে। কোন অনুষ্ঠান করতে দেওয়া হয় না। সব কিছুতেই রাজনীতি করার অভ্যাস। সেটাই করা হচ্ছে।

অন্যদিকে, গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মিরের চেয়েও খারাপ। তিনি অভিযোগ করেছেন, দেশভাগের ইতিহাস ভুলে গেলে চলবে না। কিছু লোকের ক্ষমতা পিপাসার জন্য বহু মানুষের প্রাণ, সম্বল, বহু মহিলার সম্মান নষ্ট হয়েছিল সেসময়। গতকাল দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে রাজ্যের একাধিক স্থানে। এ বিষয়ে কলকাতায় বক্তব্য রেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!