এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “স্বার্থ দেখিনি, আমাদের কাজ আক্রান্তের পাশে দাঁড়ানো” কেন এমন বললেন শুভেন্দু!

 “স্বার্থ দেখিনি, আমাদের কাজ আক্রান্তের পাশে দাঁড়ানো” কেন এমন বললেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-2021 এর বিধানসভা নির্বাচনের পর বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। আর তারপর থেকেই যেখানেই বিরোধীরা আক্রান্ত হয়েছেন, সেখানেই পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এক্ষেত্রে শুধুমাত্র বিজেপির লোকেরা নয়, সিপিএম বা কংগ্রেসের প্রতি অন্যায় হলে অনেক ক্ষেত্রেই সোচ্চার হতে দেখা গিয়েছে শুভেন্দুবাবুকে। আর এবার আন্দোলনের মঞ্চে গিয়ে সেই কথা তুলে ধরে বিরোধীদের ভূমিকা নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

 

সূত্রের খবর, এদিন ডিএ আন্দোলনের মঞ্চে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের ভূমিকা নিয়ে বড় বার্তা দেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “রামপুরহাটে যারা আক্রান্ত হয়েছিলেন, সেই সেই সমস্ত মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি‌। রামপুরহাটে যে ঘটনা ঘটেছে, আর যাদের সাথে ঘটেছে, সেখানে কিন্তু আমাদের দল বেশি ভোট পায়নি। কিন্তু তবুও আমি গিয়েছি। ঝালদায় এক কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন, তার পাশেও আমরা দাঁড়িয়েছি। বিরোধীদের কাজ হচ্ছে, যেখানে মানুষ আক্রান্ত হবেন, সেখানে পৌঁছে যাওয়া। তাই আজকে আপনাদের হকের দাবি আদায়ের মঞ্চেও আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বিরোধীদের কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!