রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে সরস্বতীর মূর্তি রাজ্য January 24, 2018 রাতের অন্ধকারে নকশালবাড়ির তোতারাম জোতের একটি পূজা মণ্ডপের সরস্বতীর প্রতিমা ভেঙে দেবার অভিযোগে উঠেছে।পাশাপাশি নষ্ট করে দেওয়া হয়েছে পূজা মণ্ডপও।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির কর্মী-নেতারা এবং এর পরেই নকশালবাড়ি থানায় দায়ের করা হয় অভিযোগ।এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ বাউরি বললেন, “সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় কিছু হিন্দু পরিবার বসবাস করে। সেইসব পরিবারের সদস্যরাই পুজোর আয়োজন করেছিল। আজ সকালে দেখা যায়, সব লন্ডভন্ড হয়ে রয়েছে। কারা একাজে যুক্ত তা জানি না। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুক।” আপনার মতামত জানান -