এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তাঁর পায়ে আঘাত প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর

তাঁর পায়ে আঘাত প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে নির্বাচনের প্রচার করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। আজ প্রথম জনসভা করছেন তিনি। আজ পুরুলিয়ার ঝালদায় জনসভা করার পর, বলরামপুরের জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই সভায় বক্তব্য রাখলেন তিনি। এই সভা থেকে তাঁর পায়ে আঘাত লাগার প্রসঙ্গ উত্থাপন করলেন তিনি।

বলরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, গত ১০ ই মার্চ একটি ঘটনায় তাঁর শরীরে চোট লেগেছিল। সৌভাগ্যক্রমে সেদিন বেঁচে গেছেন তিনি। পায়ে প্লাস্টার হয়েছে তাঁর। হাঁটাচলা করতে পারছেন না তিনি। অনেকে ভেবেছিলেন যে, ভাঙ্গা পায়ে তিনি বের হতে পারবেন না। তিনি জানালেন, তাঁর যন্ত্রণার চেয়ে সাধারন মানুষের যন্ত্রণা অনেক বেশি। তাদেরকে সুস্থ থাকতে হবে।

মুখ্যমন্ত্রী জানালেন, তিনি হলেন সাধারণ ঘরের মেয়ে। রাস্তা থেকে লড়াই করেন তিনি, তিনি হলেন স্ট্রিট ফাইটার। মুখ্যমন্ত্রী হয়েছেন বলে বিশেষ চেয়ার নয়, জনগণের চেয়ারেই কাজ করেন তিনি। তিনি সাধারণ মানুষের ব্যথা বোঝেন। তিনি জানালেন, তাঁর যন্ত্রণার চেয়ে মানুষের যন্ত্রণা তিনি বেশি অনুভব করেন। তিনি যদি মানুষের পাশে এসে দাঁড়াতে না পারেন, তাহলে ভোট লুঠ করে নেওয়া হবে, দখল করে নেয়া হবে। যা তিনি কিছুতেই করতে দেবেন না। যা তাঁর শপথ ও প্রতিজ্ঞা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর পা ভাঙলেও, তিনি আবার আসবেন। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, তাঁর পা কতদিন ভেঙে রাখা যাবে। জনগণের পা মাটিতে ঠিকমত চলছে কিনা? তা তিনি দেখবেন। তিনি জানালেন, বাংলা কখনোই দেবেন না, বাংলা কখনোই দিচ্ছেন না। পুরুলিয়া দখল করার চেষ্টা করা হচ্ছে। যা তিনি দেবেন না। ঐক্যবদ্ধ বাংলার ডাক দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানালেন, তাঁর শরীরের যন্ত্রণা কোনো নতুন ব্যাপার নয়। তাঁর দু হাতে অপারেশন আছে, তাঁর চোখে অপারেশন হয়েছে। এর আগেও হামলা হয়েছে তাঁর ওপরে। তিনি ভাঙবেন, কিন্তু মচকাবেন না। তাঁর কণ্ঠ রোধ করা অত সহজ নয়। তিনি জানালেন যতক্ষণ শ্বাস থাকবে, ততক্ষণ তাঁর কণ্ঠরোধ করার দুঃসাহস যেন কেউ না করেন।

মুখ্যমন্ত্রী জানান, তাঁকে নির্বাচনী প্রচারে বাধা দিতেই তাঁর উপর এই হামলা হয়েছে। দাঁড়িয়ে বক্তৃতা দিতে না পারার জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন তিনি । জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন, কাজ করতে গিয়ে তাঁর কাজের জন্য কেউ যদি দুঃখ পান, তবে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এটা দলের নির্দেশ কর্মীরা ক্ষমা চেয়ে নেবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!