এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল গান্ধী অবশেষে তাঁর সঙ্গিনী খুঁজে পেয়েছেন! তোলপাড় সোশ্যাল মিডিয়া

রাহুল গান্ধী অবশেষে তাঁর সঙ্গিনী খুঁজে পেয়েছেন! তোলপাড় সোশ্যাল মিডিয়া


গতকাল সারাদিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় একটিই ছবি ঘিরে – যার ক্যাপশন, ‘রাহুল গান্ধী অবশেষে তাঁর সঙ্গিনী খুঁজে পেয়েছেন’, সেই ছবিতে দেখা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে রয়েছেন রায়বরেলির বিধায়ক অদিতি সিং। আর এই ভাইরাল হওয়া ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন অদিতি সিং স্বয়ং। আজ সকালে নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, রাহুল গান্ধী আমার বড় ভাইয়ের মতো। রাহুল গান্ধী ও আমার ইমেজে কালি লাগাতেই চক্রান্ত করা হচ্ছে। এমনভাবে যে ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তাতে আমি দুঃখিত। রাহুল গান্ধীর হাতে আমি রাখি পড়িয়েছি। রাহুল গান্ধী এবং আমাকে নিয়ে গুজবের পিছনে কে রয়েছেন, কিংবা তাঁদের উদ্দেশ্য কী তা পরিষ্কার। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচারের পিছনে কারা রয়েছে, তা যে কেউ অনুমান করতে পারেন!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, রায়বরেলির বিধায়ক অদিতি সিংয়ের বাবা অখিলেশ সিং রায়বরেলির পাঁচবারের বিধায়ক। দিল্লি ও মুসৌরি থেকে পড়াশুনো করে তিনি আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের স্নাতক হন। তারপর বাবার দেখানো পথেই রাজনীতিতে যোগ দেন। ২০১৭ সালে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও রায়বরেলি থেকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৯০ হাজার ভোটে পরাজিত করে বিধায়ক হন তিনি। তিনি প্রিয়াঙ্কা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর অনুপ্রেরণাতেই রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। কিন্তু কর্ণাটক নির্বাচনের আগে রাহুল গান্ধীর সঙ্গে তাঁকে জড়িয়ে এরকম বিব্রতকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!