এখন পড়ছেন
হোম > জাতীয় > তিস্তা নিয়ে মৌ স্বাক্ষর, “বাংলার জল বিক্রি” বলে প্রতিবাদের ডাক মমতার!

তিস্তা নিয়ে মৌ স্বাক্ষর, “বাংলার জল বিক্রি” বলে প্রতিবাদের ডাক মমতার!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-সম্প্রতি ভারতবর্ষে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে চুক্তি হয়েছে বলে খবর‌‌। যার মধ্যে অন্যতম তিস্তা জল বন্টন নিয়ে দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে বলে মনে করা হচ্ছে‌। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে এদিন নবান্নের বৈঠক থেকে সোচ্চার হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত, এদিন নবান্নের বৈঠক থেকে এই বিষয়ে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি বলেন, “এখনও পর্যন্ত নতুন সাংসদদের শপথ গ্রহণ হলো না। অথচ বাংলার জল বিক্রি করে দেওয়া হলো।” পাশাপাশি গোটা বিষয়ে ভবিষ্যতে রাজ্য এবং দেশ জুড়ে আন্দোলন করার কথাও এদিনের বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।অর্থাৎ রাজ্যকে না জানিয়ে তিস্তা নদীর জলবন্টন নিয়ে মৌ স্বাক্ষর দুই দেশের মধ্যে হলেও, তিনি যে বাংলার সর্বনাশ হতে দেবেন না, তা এদিনের বৈঠকে নিজের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!