এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলকে পঞ্চায়েতের বৈতরণী পার করাতে আসরে এবার বৃহন্নলা বাহিনী

শাসকদলকে পঞ্চায়েতের বৈতরণী পার করাতে আসরে এবার বৃহন্নলা বাহিনী

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার কার্যে এবার নয়া দৃষ্টান্ত আনলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়ার বাগনানে অপ্রত্যাশিত ভাবেই শাসক দলের হয়ে নির্বাচনী প্রচারে পথে নামলেন  বৃহন্নলারা। শনিবার এই ঘটনার প্রত্যক্ষ দর্শী ছিলেন এলাকার মানুষজন। এদিন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী সমীর সামন্ত, গ্রাম পঞ্চায়েত প্রার্থী জয়ন্ত সিংহ, মমতা মাইতি ও শরিফা খাতুনের সমর্থনে এক বিশাল মিছিলের মাধ্যমে বাগনানের এনডি ব্লক ও খালোড় এলাকার বিভিন্ন পথ-পরিক্রমা করেন ৩০ জন সদস্যের এই বৃহন্নলা বাহিনী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে শাসক দল মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারে বৃহন্নলারা কেন? এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, “সমাজে বৃহন্নলারা উপেক্ষিত। তাঁদের নিয়ে ভাবনা-চিন্তা করেন না কেউই। কিন্তু তৃণমূল সমাজের সবাইকে নিয়ে চলতে চায়। নির্বাচনে তৃণমূল প্রার্থীরা জিতলে এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বৃহন্নলাদের উন্নতির দিকেও জোর দেওয়া হবে। সেই কারণেই এ দিনের মিছিলে তাঁদের সামনের সারিতে রাখা হয়।” এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে পথে নামলেন যে বৃহন্নলারা তাঁরাও ভবিষ্যতে তাঁদের জন্যে বিজয়ী প্রার্থীদের গ্রহীত উন্নয়ন মূলক পদক্ষেপের সাক্ষী হওয়ার জন্যে উদ্গ্রীব।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!