এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ওমিক্রনের আতঙ্কের মাঝে কিভাবে করা হবে মাধ্যমিক পরীক্ষার আয়োজন? এবার বড়োসড়ো সিদ্ধান্ত রাজ্যের

ওমিক্রনের আতঙ্কের মাঝে কিভাবে করা হবে মাধ্যমিক পরীক্ষার আয়োজন? এবার বড়োসড়ো সিদ্ধান্ত রাজ্যের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা যায়নি। কিন্তু আগামী বছর যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, সে ব্যাপারে বাড়তি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। যা হলো আগামী ৭ এই মার্চ থেকে আগামী ১৬ ই মার্চ পর্যন্ত। কিন্তু রাজ্যজুড়ে যেভাবে বাড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের আতঙ্ক, তাতে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাড়তে শুরু করেছে সংশয়। এই অবস্থায় মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে। আর কয়েকদিন পর শুরু হবে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করার সময় ও পরবর্তীতে পরীক্ষার সময় যাতে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সামাজিক দূরত্ব মেনে চলা হয়, সে বিষয়ে এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিশেষজ্ঞদের সতর্কবার্তার পরই মাধ্যমিকে স্বাস্থ্য বিধির বিষয়টি পর্যবেক্ষণ করতে কনভেনারদের ওপর বিশেষ দায়িত্ব দেয়া হল। তাঁরা যেমন প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, সেই সঙ্গে লক্ষ্য রাখবেন পরীক্ষাতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে? সমস্ত বিষয়ের ওপর তাদের নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি সূত্রের খবর, এবার মাধ্যমিক পরীক্ষায় ২৪ জন কনভেনার রাখা হবে। প্রশাসনিক দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি কতটা মান্য করা হচ্ছে? কতটা মান্য করা হচ্ছে সামাজিক দূরত্ব? এই সমস্ত কিছুর ওপর তাঁরা নজর রাখবেন। একদিকে, করোনা সংক্রমণ কালে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা। অন্যদিকে সংক্রমণের হাত থেকে পরীক্ষার্থীদের রক্ষা করা – এই বিষয়গুলি যথেষ্ট ভাবাচ্ছে রাজ্য সরকারকে। এ কারণেই কনভেনারদের হাতে দেওয়া হল বিশেষ দায়িত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!