এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল বিজেপিকে মিলিয়ে দিলো পিরিস্থিতি

তৃণমূল বিজেপিকে মিলিয়ে দিলো পিরিস্থিতি

পিরিস্থিতি এখানে তৃণমূল বিজেপিকে মিলিয়ে দিলো। শিলিগুড়ি শহরে ,দিনের আলদা আলাদা সময়ে, দুই নেতাকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো । চিঠির বয়ান অনুসারে পাঁচ লক্ষ টাকা দুইদিনের মধ্যে উল্লিখিত অ্যাকাউন্টে জমা দেওয়া না হলে বাড়ির কাউকে তুলে নিয়ে যাওয়া হবে এবং এই ঘটনা পুলিশকে জানা্নো হলে আটক ব্যক্তিকে মেরে ফে্লা হবে , এই কথাও বলা রয়েছে। পত্রপ্রাপক দুই নেতা হলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক, তৃণমূলের রুদ্রনাথ ভট্টাচার্য ও বিজেপির জেলা সভাপতি প্রবীণ অগ্রবাল। দুই নেতাই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে পত্রপ্রেরকের পরিচয় হিসাবে প্রধাননগরের এক বাসিন্দার নাম জানা যায়। আদৌও ঐ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব আছে কি না বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। দুটি চিঠিতে যে পৃথক দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ আছে তার মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের, অন্যটি বেসরকারি ব্যাঙ্কের। সোমবার ব্যাঙ্ক খুললে পুলিশ তদন্ত শুরু করবে। তদন্তকারীরা ঘটনাটির ওপর গুরুত্ব দিয়ে দেখছেন যে কেউ ঘটনাটি নিছক মজা করে করেছে, না কি এর পিছনে কোনও চক্র কাজ করছে । প্রাক্তন বিধায়ক রুদ্র বাবু এদিন বলেন , ‘‘আমি না কি অনেক রোজগার করেছি, তাই টাকা দিতে হবে বলা হয়েছে। পরিজনেরা চিন্তিত।’’ এই বিষয়ে তিনি দলের জেলা সভাপতি তথা মন্ত্রী গৌতম দেবকে জানান। গৌতম বাবু বলেন, ‘‘পুলিশকে বলেছি তদন্ত করে ব্যবস্থা নিতে।’’
অন্যদিকে বিজেপি নেতা, ব্যবসায়ী প্রবীণ অগ্রবালও জেলা সহ রাজ্য স্তরের নেতাদের বিষয়টি জানিয়েছেন । তিনি জানান, ‘‘আমার পরিবারের উপর নাকি নজরদারি করা হচ্ছে। সব ভেবে অবাক লাগছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!