এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোটবাতিলের বর্ষপূর্তিতে ধুন্ধুমার তৃণমূল-বিজেপিতে, রণক্ষেত্র রাসবিহারী

নোটবাতিলের বর্ষপূর্তিতে ধুন্ধুমার তৃণমূল-বিজেপিতে, রণক্ষেত্র রাসবিহারী

নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষে আজ কালো দিবস পালন করার কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির তরফে ছিল কালো টাকা বিরোধী দিবস ও উন্নয়ন বিরোধী দিবস কর্মসূচি। আর তাই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়।
তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন। এর পরেই দু’পক্ষের মধ্যেসংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যাচ্ছে, তৃণমূলের মিছিল এসে রাসবিহারী মোড়ে পৌঁছলে পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি সমর্থকরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল সমর্থকরা বিজেপি-র তৈরি করা মঞ্চ ভেঙে দেয়। ভাঙচুর করা হয় চেয়ার। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। পুলিশের হস্তক্ষেপে ঝামেলা থামলেও পরে ঘটনার প্রতিবাদে বিজেপি-র পক্ষ থেকে টালিগঞ্জ থানা ঘেরাও করা হয়। পাল্টা এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেসও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!