এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি কি শর্ত মানলে প্রবেশ করা যাবে স্কুলে? জানুন বিস্তারিত

কি কি শর্ত মানলে প্রবেশ করা যাবে স্কুলে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কালে দীর্ঘ সময় ধরে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকার পর আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলতে চলেছে। তবে, এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হতে চলেছে স্কুলে। করোনা সংক্রমণ কালে স্কুল খোলা হচ্ছে বলে, বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলগুলোকে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেগুলি অবশ্য পালন করতে হবে, ছাত্র, ছাত্রী ও শিক্ষক, শিক্ষিকাদের।

নির্দেশিকাতে জানানো হয়েছে যে, সমস্ত স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ বিষয়টি স্কুলের নোটিশ বোর্ডে জানিয়ে দিতে হবে। কোন ছাত্র-ছাত্রীর জ্বর বা অন্য কোন শারীরিক সমস্যা দেখা দিলে, অন্তত সাত দিন তাকে বাড়িতে থেকে বিশ্রাম নিতে হবে। সমস্ত স্কুলে একটি করে আইসোলেশন রুমের ব্যাবস্থা করতে হবে। প্রতিদিন তা স্যানিটাইজ করতে হবে। স্কুলে যাতে সকলে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলে, সে বিষয়ে নজর দিতে হবে স্কুলকে। কোন বাইরের ব্যক্তি বা কোন অভিভাবককে প্রবেশ করতে দেয়া হবে না স্কুলের ভেতরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্কুলে আসার পর ছাত্র-ছাত্রীদের হাত পরিষ্কার করতে হবে। মিলিতভাবে কোন প্রার্থনা করা যাবেনা। তবে, ক্লাসরুম ভিত্তিক প্রার্থনার অনুমতি দেয়া হয়েছে। ছাত্রছাত্রীরা কোনভাবেই অন্যের ব্যাগ, বই, টিফিন ব্যবহার করতে পারবে না। স্কুলের ছাত্র ছাত্রীরা কোনোভাবেই অন্যের থেকে খাবার, জল দিতে বা নিতে পারবে না। শৌচাগার থেকে শুরু করে সব জায়গা স্যানিটাইজ করতে হবে। স্কুলে আসার পর ছাত্র-ছাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধির ব্যাপারে ছাত্র-ছাত্রীদের বোঝাবেন শিক্ষকেরা।

খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এখন। ছাত্র, ছাত্রীদের তাপমাত্রার রেকর্ড রাখবে স্কুল গুলি। শিক্ষা দপ্তরের নির্দেশ বিদ্যালয়গুলো ঠিকমত পালন করছে কিনা? সে বিষয়ে নজর রাখবেন বিদ্যালয় পরিদর্শক।প্রথম স্কুল খোলার দিন প্রধান শিক্ষক সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। স্বাস্থ্যবিধির ব্যাপারে তাদের পরামর্শ দেবেন।

ক্লাস চলাকালীন স্কুল থেকে কোন ছাত্র,ছাত্রীকে বাইরে বের হতে দেয়া হবে না। যেসব ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে যোগদান করতে পারেনি, তাদের ব্যাপারে বিশেষ যত্ন নেবেন শিক্ষকেরা। দরকার হলে অতিরিক্ত ক্লাস নেবেন তাঁরা। অভিভাবকদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা যোগাযোগ রাখবেন। শিক্ষকরা খুব প্রয়োজন না হলে ছুটি নিতে পারবেন না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!