এখন পড়ছেন
হোম > রাজ্য > স্কুল চালু হলেও কেন কলেজ শুরু হবে না! রাজ্যপালের নয়া বানে বিদ্ধ মমতা সরকার!

স্কুল চালু হলেও কেন কলেজ শুরু হবে না! রাজ্যপালের নয়া বানে বিদ্ধ মমতা সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দীর্ঘদিন পর করোনা পরিস্থিতিকে কাটিয়ে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে রাজ্য। সম্প্রতি আগামী 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই মত করেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের বিদ্যালয়গুলো। তবে বিদ্যালয় শুরু হলেও, সম্প্রতি উপাচার্যদের সঙ্গে বৈঠকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় যে কোনোমতেই চালু করা হবে না, সেই ব্যাপারটি নিশ্চিত ভাবে জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আর এবার এই বিষয়টি তুলে ধরে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে স্কুল খোলা হলেও কেন কলেজ খোলা হবে না! এই প্রশ্ন তুলতে দেখা গেছে রাজ্যপালকে। স্বাভাবিকভাবেই এই নতুন ইস্যুতে এবার রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কে আবার তিক্ততা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনকার বলেন, “রাজ্যের স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা কেন ক্লাস করতে পারবে না? রাজ্য সরকার কেন এমন সিদ্ধান্ত নিল! আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। রাজ্য প্রশাসনের তরফে আমাকে কিছু জানানো হয় না।” স্বাভাবিক ভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সরকারের এই সিদ্ধান্তকে যে তিনি খুব একটা ভালো চোখে নিচ্ছেন না, তা তার এই মন্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার।

এমনিতেই রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যেই মন্তব্য করতে দেখা যায় রাজ্যপালকে। যেখানে সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দেন তিনি। আর এবার সরাসরি স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা করলেও কেন কলেজ খোলা হচ্ছে না, এই ব্যাপারে প্রশ্ন তুলে রাজ্যের শিক্ষা দপ্তরকে কার্যত প্রশ্নবানে বিদ্ধ করলেন রাজ্যপাল। যার মধ্যে দিয়ে আবার নতুন করে সাংবিধানিক বনাম প্রশাসনিক প্রধানের মধ্যে দ্বৈরথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, করোনা ভাইরাসের কারণে প্রায় এক বছরের বেশি সময় ধরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ‌। অনলাইন পড়াশুনোর ওপর জোর দিতে হয়েছে সকলকে। কিন্তু ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা করার কথা শুনিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই মত করেই 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিদ্যালয়গুলো খোলা হতে পারে বলে জানা গেছে। তবে এর মাঝেই প্রশ্ন তৈরি হয়েছিল, বিদ্যালয় খোলা হলেও কবে খুলবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো! আর সেই মত করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সম্প্রতি উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী।

আর সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে, এখন কোনোমতেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না। আর সরকারের এই সিদ্ধান্তেরই বিরোধীতা করতে দেখা গেল রাজ্যপাল জাগদীপ ধনকারকে। যেখানে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!